Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত সায়হাম ফিউচার নির্মাণে কোন বাধা নেই

প্রেস বিজ্ঞপ্তি ॥ মাধবপুরে অবস্থিত সায়হাম ফিউচার কমপ্লেক্স নির্মাণে কোন বাধা নেই বলে জানিয়েছেন নৌ-পরিবহণ মন্ত্রণালয়। গত ২৯ মার্চ সকাল সাড়ে ১১টায় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মাধবপুরের সোনাই নদী, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, তুরাগ ও দেশের গুরুত্বপূর্ণ অন্যান্য নদ-নদীর নাব্যতা এবং নদীর স্বাভাবিক গতিপ্রবাহ অব্যাহত রাখা নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
সভায় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ নুর উদ্দিন সভার কার্যবিবরণী পাঠ করেন। সভায় ২০১১ সালে ২ অক্টোবর কাননগো সুশীল বিকাশ চাকমা, ২০১৩ সালের ২৯ মে এসি ল্যান্ড, একই তারিখে কাননগো মোঃ বশির আহম্মেদের, ২০১১ সালের ১২ ডিসেম্বর  আবারও কাননগো সুশীল বিকাশ চাকমা, ২০১১ সালের ১৩ অক্টোবর উপজেলার নির্বাহী অফিসার এবং ২০১২ সালের ২ জানুয়ারী এ ডি সি (রেভিনিউ) এর সায়হাম ফিউচার কমপ্লেক্স এর তদন্ত প্রতিবেদন এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জে কে বড়ালের অভিযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।  প্রতিবেদন ও অভিযোগ পর্যালোচনা করে নৌ-মন্ত্রনালয় সিদ্ধান্ত গ্রহণ করে যে, জে কে বড়ালের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, সায়হাম ফিউচার কমপ্লেক্স সোনাই নদী দখল করে নয়, তাদের নিজস্ব জায়গায় এটি নির্মাণ করছে। তাই সায়হাম ফিউচার কমপ্লেক্স নির্মাণে কোন বাধা নেই।
উল্লেখ্য, সায়হাম ফিউচার কমপ্লেক্সটি নির্মাণ করছে বিশ্বাস বিল্ডার্স লিমিটেড।