Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে কালিশিরি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্র ছাত্রীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিষয়টি তদন্তের জন্য বিদ্যালয়ের দাতা আঃ মন্নাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, উপজেলার কালিশিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিউর রহমান নীতিমালা ভঙ্গ করে ৬ষ্ঠ শ্রেণী হতে ৮ম শ্রেণী পর্যন্ত ২’শ টাকা থেকে ৩’শ টাকা পর্যন্ত ছাত্র ছাত্রীদের কাছ ভতি ফি আদায় করছেন। অথচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোন ভর্তি ফি নেওয়ার কথা নয়। তথ্য সূত্রে জানা যায়, শুধু মাত্র ৮ম শ্রেণীর রেজিষ্ট্রশন ফ্রি বাবদ ৬০ টাকা আদায় করা যাবে। কিন্তু তিনি এ সুযোগকে কাজে লাগিয়ে সকলের কাছ থেকেই টাকা আদায় করছেন। এ অর্থ আদায় নিয়ে অভিভাবকদের সাথে প্রায়ই বাক বিতন্ডা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৩ সালে সরকারি নির্দেশে ঐ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণী খুলে ছাত্র ছাত্রী ভর্তি করা শুরু হয়। বর্তমানে ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণীতে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী রয়েছে।