Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে দিন-দুপুরে এক ঋষির বসত ঘরে আগুন ॥ অর্ধলক্ষাধিক টাকা ক্ষতি

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দিনদুপুরে নিরীহ ঋষি পরিবারের বসত ঘরে অগ্নিকাণ্ডে অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ কান্দিপাড়া নদীর পাড়ের বাসিন্দা লক্ষন রবি দাসের বসত ঘরে গতকাল মঙ্গলবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। উদ্দেশ্যমূলকভাবে আগুন লাগানো হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবী করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে লক্ষন রবিদাস সে তার কর্মস্থল নবীগঞ্জ শহরে জুতা সেলাই কাজে চলে যায়। স্ত্রীকে পাঠিয়ে দেয় মৃত বড় ভাই রামলাল রবি দাসের বাড়ি দত্তগ্রামে একটি অনুষ্টানে। বাচ্চারা স্থানীয় একটি স্কুলে চলে যায় বসত ঘরে তালা দিয়ে। সকাল সাড়ে ৯টার দিকে লক্ষন রবি দাসের বসত ঘরে আগুনে দাউ দাউ করে জ্বলতে দেখে পথচারীরা। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে আনার আগেই সম্পন্ন ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে হাঁস মুরগী, ধান, মুল্যমান জিনিস পত্রসহ নগদ ২/৩ হাজার টাকাও রক্ষা পায়নি। খবর পেয়ে ছুটে এসে লক্ষন রবি দাস ও তার পরিবার কান্নায় ভেঙ্গে পড়ে। অগ্নিকান্ডের কোন কারন জানা না গেলেও লক্ষন রবি দাস অভিযোগ করেন, প্রতিবেশীর সাথে সীমানা নিয়ে তাদের বেশ ক’দিন ধরে বিরোধ চলে আসছে। তার পরিবারকে উচ্ছেদ করার ষড়যন্ত্র করে আসছিল প্রতিবেশী পরিবারের লোকজন। ইতিমধ্যে তার দখলীয় প্রায় ২ হাত ভূমি জবর দখলে রেখেছে। স্থানীয় সমাজপতিদের দ্বারে দ্বারে বিচার দিয়েও বিচার পায়নি। তার অভিযোগ প্রতিবেশী পরিবারের লোকজনই তার ঘরে আগুন লাগিয়েছে। এ ঘটনাটি তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন এলাকাবাসী।