Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়ন সম্পর্কিত আলোচনা সভায় বক্তারা ॥ জনসমাগমপূর্ন স্থানে ধুমপান প্রবনতামুক্ত হতে আইনের যথাযথ বাস্তবায়ন প্রয়োজন

প্রেস বিজ্ঞপ্তি ॥ তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে আন্তরিকতার সাথে সকলের কাজ করা উচিত। এ আর এ ব্যাপারে জনপ্রতিনিধিদের এগিয়ে আসা বিশেষভাবে প্রয়োজন। ‘তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জন প্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। গতকাল হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে ‘সীমান্তিক তামাকমুক্ত সিলেট’ এর সহযোগিতায় এ আলোচনার আয়োজন করে হবিগঞ্জ পৌরসভা। বক্তারা আরো বলেন জনসমাগমপূর্ন স্থানে ধুমপান করা আইনত দণ্ডনীয় হলেও পুরোপুরি এ প্রবণতামুক্ত হতে আইনের যথাযথ বাস্তবায়ন প্রয়োজন। এ ছাড়াও এ ব্যাপারে জনসচেতনতা গড়ে তুলতে উদ্বুদ্ধমূলক ব্যাপক প্রচার প্রচারণা প্রয়োজন। হবিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-৩ মোঃ মাহবুবুল হক হেলালের সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোহাম্মদ জুনায়েদ মিয়া, সালমা আক্তার চৌধুরী, সৈয়দা লাভলী সুলতানা, পৌরসচিব মোঃ নুরে আলম সিদ্দিকী, নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস, সীমান্তিকের প্রজেক্ট অফিসার শেফালী বেগম, মিডিয়া অফিসার মুরাদ বক্স, প্রজেক্ট অফিসার নুরুল ইসলাম (আতিক) ও ফিল্ড অফিসার সৈয়দ হামীদ আহমেদ, পৌরকর্মচারী সংসদের সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস প্রমূখ। আলোচনা সভায় জনপ্রতিনিধি, পৌরকর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ বিশেষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।