Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে তালামীযের কর্মশালায় বক্তারা ॥ ইসলামের প্রকৃত আকিদা আদর্শ প্রচারে তালামীয কাজ করছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাবাজার সোনার বাংলা একাডেমি এন্ড জুনিয়র হাইস্কুলে বাংলা বাজার আঞ্চলিক শাখা কর্তৃক বিশেষ প্রশিক্ষন কর্মশালা ও কাউন্সিল ২০১৫-২০১৬ সেশন অনুষ্ঠিত হয়। মোঃ আব্দুর রকিরের সভাপতিত্বে ও মোঃ আখলাকুর রহমানের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া মুহতারাম কেন্দ্রীয় নির্বাচিত সদস্য ও হবিগঞ্জ জেলা সহ-সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া নবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মন্নান, অর্থ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম শিপন, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আদিল আল জাবের, বাংলা বাজার সোনার বাংলা একাডেমি এন্ড হাই স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ মুজিবুর রহমান, দেবাপাড়া ইউনিয়ন সভাপতি মোঃ ইমরান আল-ইমন, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদুর রহমান মাসুদ, দীঘলবাক ইউনিয়ন সভাপতি সৈয়দ মোজাক্কির হোসেন মিলাদ, কুর্শি ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, তাহিরপুর ন-মৌজা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক আজাহার উদ্দিন সেজু, মোঃ সুজাত আাহমদ জিহাদ, সাংবাদিক আবুল হোসেন, মোঃ মোজাক্কির হোসেন, মোঃ মুবাশ্বির আহমদ, মোঃ ফয়েজ আহমদ প্রমুখ নেতৃবৃন্দ। কাউন্সিল ও কর্মশালায় ২০১৫-২০১৬ সেশনের ২১ সদস্য বিশিষ্ট বাংলা বাজার আঞ্চলিক শাখার কার্যকারী কমিটি গঠন করা হয়। সভাপতি মোঃ আখলাকুর রহমান, সহ-সভাপতি মোঃ আব্দুর রকিব, সাধারণ সম্পাদক মোঃ মোজাক্কির হোসেন, সহ-সাধারণ সম্পাদক মুহিব হাসান রাজন, সাংগঠনিক সম্পাদক মির্জা মুহিবুল আলম তামিম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলুর রহমান, প্রচার সম্পাদক আলী হোসেন রুবেল, সহ-প্রচার সম্পাদক মোঃ আবুল কাশেম, অর্থ সম্পাদক শেখ হুমায়ুন রশিদ অপু, অফিস সম্পাদক মোঃ কুতুব উদ্দিন, সহ-অফিস সম্পাদক মোঃ আদিল আহমদ জিলু, প্রশিক্ষণ সম্পাদক মোঃ সাইফুল খান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মোঃ রিয়াজ আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাজ্জাদুর রহমান, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রায়হান আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া মুহতারাম কেন্দ্রীয় নির্বাচিত সদস্য ও হবিগঞ্জ জেলা সহ-সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল বলেছেন, তালামীযে ইসলামিয়ার কর্মী সদস্যরা আল্লাহ ও তাঁর রাসূল (সাঃ) এর সন্তোষ্টি অর্জনের জন্য দ্বীনের কাজ নিরলসভাবে আনজাম দিয়ে যাচ্ছে। মেধার লালন ও উন্নত চরিত্র গঠনে ছাত্রদের আত্মিক নৈতিক মানবিক যোগ্যতা বিকাশে যথাসম্ভব খিদমত আনজাম দিয়ে যাচ্ছে।