Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতায় সীমান্তে সতর্কতা

এক্সপ্রেস ডেস্ক ॥ বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গসহ ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোতে কড়া নজরদারির ব্যবস্থা নেয়া হয়েছে। গতকাল শুক্রবার সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) মুখপাত্র ভাস্কর রাওয়াত এই কথা জানিয়েছেন। রাওয়াত বলেন, ‘সীমান্তে পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে। জওয়ানরা প্রতিনিয়ত টহল দিচ্ছে। সীমান্ত এলাকায় জওয়ানের সংখ্যাও বাড়ানো হয়েছে।’ তিনি বলেন, ‘ভারতের পাঁচ রাজ্যে বিধানসভার নির্বাচন শেষ হলেই সীমান্তে আরো অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে।’ নাম প্রকাশে অনিচ্ছুক বিএসএফ এর আরেক আধিকারিক আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশে নির্বাচনের আগে সেদেশের সেনাবাহিনীকে মোতায়েন করা হবে এবং দুর্বৃত্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এতে একদিকে যেমন সীমান্তে অনুপ্রবেশ বাড়তে পারে তেমনই সাম্প্রদায়িক দলগুলো আঘাত হানতে পারে। যদিও বাস্তব পরিস্থিতির ওপর নজর রেখে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’ বাংলাদেশে রাজনৈতিক অশান্তির জেরে দুই দেশের বাণিজ্যও মার খাচ্ছে। সীমান্তে সারি সারি পণ্যবাহী ট্রাক আটকে পড়ায় কয়েকশ’ কোটি রুপি ক্ষতি হচ্ছে। প্রভাব পড়েছে ঢাকা-আগরতলা কিংবা ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস চলাচলেও। উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি বাংলাদেশের দশম সংসদ নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে পড়ে। নির্বাচনের এই দিন ঘোষণার বিরুদ্ধে টানা অবরোধের ডাক দিয়ে বিরোধিতায় নামে প্রধান বিরোধী দল বিএনপিসহ ১৮ দলীয় জোট। সহিংসতায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ২০ জন মানুষ।