Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারের বার্ষিক শিক্ষা সফর

চুনারুঘাট প্রতিনিধি ॥ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিভূক্ত প্রতিষ্ঠান ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টার এর উদ্যোগে বার্ষিক শিক্ষা সফর গতকাল নানা কর্মসূচীর মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। ১৬০ জন ছাত্র-ছাত্রী ছাড়াও এ শিক্ষা সফরে সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও অভিভাবক অংশ নেন। সকাল ১১টায় রওয়ানা হয়ে শাহজিবাজার স্যুটিং স্পট, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সায়হাম টেক্সটাইল মিল্স পরিদর্শন শেষে দুপুরে সাতছড়ি জাতীয় উদ্যানে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়। এরপর কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ ইসমাইল হোসেন বাচ্চু। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার দেব, অবসর প্রাপ্ত পল্লীউন্নয়ন অফিসার আলহাজ্ব এম এ মতিন চৌধুরী, অধ্যক্ষ মাওঃ মুখলিছুর রহমান, প্রবাসী মোঃ রফিক মিয়া, মোঃ উস্তার মিয়া। ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারের চীফ ইন্সট্রাক্টর মোঃ আল-আমিন হোসেন, ইনস্ট্রাক্টর মোছাঃ খাদিজা আক্তার, জেসমিন সুলতানা, তামিম হোসেন, মনির হোসেন, শরীফ তালুকদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের পক্ষে সার্বিক সহযোগিতা করে সাইফুল ইসলাম, শামসুদ্দীন, মোঃ আবু তাহের, মোঃ এনামুল হক, জাহেদ মিয়া, মোঃ নজরুল ইসলাম, মাসুদুল হাসান আরিফ, মোঃ আরিফ মিয়া, হাবিবুর রহমান, বশির আহমেদ, অনিক, প্রদীপ প্রমুখ। কবিতা আবৃত্তি, কৌতুক, একক অভিনয়, গান, উপস্থিত বক্তৃতাসহ নানা প্রতিযোগিতায় শিক্ষা সফরকে প্রাণবন্ত করে তুলে। পরে আকর্ষণীয় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এর আগে দুপুর ১টায় একটি স্পিনিং মিল্স পরিদর্শন করতে গেলে কর্তৃপক্ষের পক্ষে প্রশাসনিক কর্মকর্তা মুত্তাকিম চৌধুরী সকলছাত্রছাত্রী ও ইকরা কম্পিউটারের কর্মকর্তা এবং আগতদেরকে স্বাগত  জানান। পরে কারখানার সুতা তৈরির পদ্ধতি দেখানো শেষে তাদের সৌজন্যে প্যাকেট নাস্তা তুলে দেয়া হয়। এসময় প্রতিষ্টানটির প্রতি ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষে কৃতজ্ঞতা জানানো হয়। উল্লেখ্য যে, চুনারুঘাট ইকরা কম্পিউটারটি ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে বাংলাদেশ শিক্ষা বোর্ড এর অধীনে চুনারুঘাট উপজেলার একমাত্র কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায়। উক্ত প্রতিষ্ঠানে কম্পিউটার বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি সনদপ্রাপ্ত হয়ে বিপুল সংখ্যক বেকার শিক্ষিত যুবক যুবতি কর্ম সংস্থানের সুযোগ লাভ করছে।