Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে পুলিশ এসল্ট মামলায় এক নারী সহ ৫ জন গ্রেফতার

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে পুলিশকে মারধর ও গ্রেফতারী পরোয়ানার আসামীকে পালিয়ে যেতে সহযোগিতার অপরাধে এক নারীসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোর রাতে এস.আই মমিনুল ইসলামের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ উপজেলার রিয়াজনগর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো ইসলাম হোসেন (২২), মোঃ মাসুক মিয়া (২২), মোঃ নুর আলম (২৬), মোছাঃ জ্যোস্না আক্তার (৩০) ও মোবারক হোসেন (২৪)। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন জানান-গত বৃহষ্পতিবার রাতে রিয়াজনগর গ্রামে এস.আই মমিনুল ইসলাম ও এএসআই আনিছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ মালয়েশিয়া ফেরত বন মামলায় ৬টি গ্রেফতারী পরোয়ানার আসামী আইয়ুব আলী (৩৭)’র বাড়িতে অভিযান চালায়। এ সময় তার স্ত্রী ও আত্মীয় স্বজন সহ অন্তত ৪০/৫০ জন দু®কৃতিকারী পুলিশের কর্তব্য কাজে বাধা দিয়ে তাদের উপর বেপরোয়া হামলা করে। এ সময় আইয়ুব আলী পালিয়ে যায়। এস.আই মমিনুল ইসলাম জানায়-দু®কৃতিকারীরা অতর্কিত হামলা চালায়। হ্যান্ডকাপ পড়ানোর আগেই আইয়ুব আলী পালিয়ে যায়। এ ব্যাপারে মাধবপুর থানার এএসআই আনিছুর রহমান বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে ২৫/৩০ জনকে অজ্ঞাতনামা আসামী করে মাধবপুর থানায় পুলিশের উপর আঘাত ও কর্তব্য কাজে বাধার অভিযোগ এনে একটি মামলা দায়ের করে।