Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিশ্ব কবি রবিন্দ্র নাথ ঠাকুরের ১৫৪তম জন্ম জয়ন্ত্রী উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বিশ্ব কবি রবিন্দ্র নাথ ঠাকুরের ১৫৪ তম জন্ম জয়ন্ত্রী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় স্থানীয় বৌদ্ধ বিহার শনিমন্দিরের ২য় তলায় জেলা নজরুল একাডেমীর সভাপতি কবি তাহমিনা বেগম গিনি’র সভাপতিত্বে এবং স্থানীয় সরকারের উপ-পরিচালক দিলীপ কুমার বণিকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রফেসার অধ্যক্ষ নিখিল ভট্রাচার্য। বিশেষ আলোচক ছিলেন সাহিত্যিক রুমা মোদক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, শনিমন্দির পরিচালনা কমিটি সভাপতি ডাঃ দীলিপ কুমার আচার্যী, সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি এম.এ ওয়াহিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৌদ্ধ বিহার সাধারণ সম্পাদক ডাঃ স্বপন বড়ূয়া, অ্যাডভোকেট ডিসি দেবনাথ, জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ বিশ্বজিৎ পাল, অ্যাডভোকেট ঝন্টু দেব, ডাঃ কালীপদ আচায্য, আমজাদ চৌধুরী, মুল প্রবন্ধপাঠ করেন স্বর্বাণী দত্ত, কবিতা পাঠ করেন আছমা খানম হেপি, কবি অপু চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে রবিন্দ্র সংগীত পরিবেশন করেন ঢাকা ছায়ানট ও হবিগঞ্জের সুর বিতানের শিল্পীবৃন্দ।