Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে পইলে মাতৃত্বকাল ভাতাভোগীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার ॥ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার পৈল ইউনিয়নে মাতৃত্বকাল ভাতাভোগী গ্রামীণ দরিদ্র মায়েদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পারিবারিক স্বাস্থ্য ক্লিনিকের পরিদর্শিকা নুরজাহান বেগম মায়েদের স্বাস্থ্য সচেতনতা বিষয় সম্পর্কে উপস্থিত মাতৃত্বকাল ভাতাভোগীদের অবহিত করেন। এতে পৈল ইউপি চেয়ারম্যান মো: সাহেব আলী, ইউপি সদস্যগণ, সচিব আব্দুল কাইয়ুম এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার কুহেলিকা সরকার এবং অফিস সহকারী আলমগীর হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ইতিপূর্বে ৪ মে রিচি ইউনিয়ন পরিষদে মাতৃত্বকাল ভাতাভোগী গ্রামীণ দরিদ্র মায়েদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালনা করা হবে বলে মহিলা বিষয়ক অফিস সূত্রে জানা যায়।