Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

র‌্যালি ও সমাবেশের মধ্য দিয়ে বিশ্ব এ্যাজমা দিবস পালিত

স্টাফ রিপোর্টার ॥ নেই কোন ভয়, এ্যাজমা নিয়ন্ত্রণ হয়।  আমাদের ভিষন এ্যাজমা রাখব নিয়ন্ত্রণ। এ প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জে পালিত হল বিশ্ব এ্যাজমা দিবস। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১১টায় বাংলাদেশ এ্যাজমা চেক ফাউন্ডেশন হবিগঞ্জ শাখার উদ্যোগে শহরের আর ডি হল থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলায় গিয়ে শেষ হয়। সেখানে হবিগঞ্জ এ্যাজমা চেক ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট মো. আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্ত্য রাখেন, হবিগঞ্জ এ্যাজমা চেক ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আব্দুল জলিল তালুকদার, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক মুহিত মিয়া, চুনারুঘাট এ্যাজমা চেক ফাউন্ডেশনের সভাপতি হুসাইন আলী রাজন প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, এ্যাজমা নিয়ন্ত্রণ না থাকলে বিভিন্ন ঝুকিপূর্ণ বিপদ হতে পারে। হাঁপানি বা এ্যাজমা সম্পর্কে কিছু ভুল ধারণা আছে যা সত্যি নয়। হাঁপানি বা এ্যাজমা সম্পর্কে জানা এবং এ রোগ নিয়ন্ত্রণে রাখার জন্য মানুষকে আরো সচেতন হওয়ার আহবান জানান। র‌্যালিতে বিভিন্ন উপজেলা এ্যাজমা চেক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ অংশ নেন।