Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ মটর মালিক গ্র“পের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ মটর মালিক গ্র“পের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরের রাজনগর এলাকার অনামিকা কমিউনিটি সেন্টারে বিরতিহীন ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ২২৭ জন।
প্রধান নির্বাচন কমিশনার ফজলুর রহমান লেবু জানান, মটর মালিক গ্র“পের ৩০টি পদের মধ্যে সভাপতিসহ ৮টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সভাপতি ফজলুর রহমান চৌধুরী, সহ-সভাপতি হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনুর রহমান। সরাসরি ভোটে ১৩০ ভোট পেয়ে কার্যকরি সভাপতি নির্বাচিত হয়েছেন শামছু মিয়া চৌধুরী, ১২৬ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সিরাজ উদ্দিন খান ও ৯৭ ভোট পেয়ে আলহাজ্ব শাহাদাৎ হোসেন। ১১৫ ভোট পেয়ে সেক্রেটারী নির্বাচিত হয়েছেন শংখ শুভ্র রায়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী পেয়েছেন ১০৮ ভোট। ১৬৪ ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু মঈন চৌধুরী সোহেল ও ১৩০ ভোট পেয়ে ফেরদৌস আহমেদ। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন সৈয়দ আব্দুল মন্নান, আমিনুজ্জামান জোয়াহির, আহসান আহমেদ খান, আব্দুল হক ও কাবুল কুমার পাল।
এছাড়াও হবিগঞ্জ-সিলেট লাইনের হবিগঞ্জ প্রান্ত ১২ জন ও সিলেট প্রান্ত ৫জন, হবিগঞ্জ-মাধবপুর লাইনে ৪জন, হবিগঞ্জ-মাধবপুর বিশ্বরোড লাইনে ৩জন, হবিগঞ্জ-শ্রীমঙ্গল লাইনে ৩ জন, নবীগঞ্জ লাইনে ৪জন ও হবিগঞ্জ-লাখাই লাইনে ২জন সদস্য নির্বাচিত হন।