Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

গৌরাঙ্গ মহাপ্রভুর আদি নিবাস পরিদর্শন করলেন ভারতীয় সহকারী রাষ্ট্রদূত

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ নিযুক্ত ভারতীয় সহকারী রাষ্ট্রদূত সোমনাথ হালদার শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আদি নিবাস পরিদর্শন করেছেন। এসময় তার সাথে ছিলেন হবিগঞ্জের মাধবপুরের বাসিন্দা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত ট্রাস্টি রাখাল চন্দ্র ঘোষ। গত ২ মে দুপুরে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণে অবস্থিত মহাপ্রভুর আদি নিবাসে সংকীর্তন করে রাষ্ট্রদূতসহ অতিথিদের নিয়ে যাওয়া হয়। এসময় অতিথিবৃন্দ মহাপ্রভুর বিগ্রহসহ মন্দির পরিদর্শন করেন। পরে মন্দিরের অধ্যক্ষ মহাপ্রভুর বংশধর গুরুদেব শ্রীরাধাবিনোদ মিশ্র এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামসুল আলম খান, কৃষিবিদ সন্তোষ কুমার সাহা, মহাপ্রভু সেবক সংঘের কেন্দ্রীয় মহাসচিব অরুন নাগ, ধীরেন্দ্র পাল প্রমূখ। সভায় মহাপ্রভু অঙ্গনের উন্নয়নে ভূমিকা রাখার অনুরোধ করা হলে সহকারী রাষ্ট্রদূত সোমনাথ হালদার উর্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। এসময় ট্রাস্টি রাখাল চন্দ্র ঘোষ ভারতীয় ভিসা জটিলতা বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান, একটি সংঘবদ্ধ চক্র ই-টোকেন নিয়ে জটিলতা সৃষ্টি করছে। অচিরেই এ সমস্যার সমাধান হবে বলে তিনি জানান।