Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে মামলা করায় ক্ষিপ্ত হয়ে ফসলী জমির উপর রাস্তা ও ঘর নির্মাণ

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে মামলা করায় ক্ষিপ্ত হয়ে ফের বাড়ি ঘর হামলা-ভাংচুর ও লুটপাট এর পর এবার আদালতের নির্দেশ অমান্য করে ওই জায়গায় বাশঝাড় কেটে ও রেনু মিয়ার ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মাণ করে গাছ লাগিয়ে ও ঘর তৈরী করেছে একটি প্রভাবশালী মহল।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের পুত্র মিয়া হোসেন বাদী হয়ে একই এলাকার হীরা মিয়া, রুবেল মিয়া, আসিফ আলী, জয়নাল মিয়া, সোহেল মিয়া ও আছকির মিয়াকে আসামী করে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ওই জায়গায় ১৪৪ ধারা জারি করেন। ১৪৪ ধারা জারির পরও মাধবপুর থানার এক কর্মকর্তাকে ম্যানেজ করে বাশঝার কেটে রাস্তা নির্মাণ করে ওই মহলটি।