Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে দু’দলের সংঘর্ষে মহিলাসহ আহত ২০

আমলগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের পাইকপাড়া গ্রামে রাস্তার বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। আহতের মধ্যে উভয় পক্ষের ৮ জনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
জানা যায়, উল্লেখিত গ্রামের লেভেন আহমদের সাথে একই গ্রামের সুহেল মিয়া, আঃ তাহিদ শাহিনুর গংদের দীর্ঘদিন ধরে রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সুহেল মিয়ার সাথে লেভেন আহমদের স্ত্রী লাভলী বেগমের গতকাল সোমবার বিকেলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হামলায় আহত হয় লাভলী বেগম। এ সময় তাকে রক্সায় লেভেন মিয়ার মা খানম বেগম ও তার বোন ফাতেমা বেগম এগিয়ে গেলে তাদেরকেও মারধর করা হয়। এ সময় উত্তেজনা বিরাজ করলে মুরুব্বীদের হস্তক্ষেপে পরিস্থিতি মান্ত হয়।  সন্ধ্যায় লেভেন আহমদের আহত মা, স্ত্রী ও বোনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রতিপক্ষের সুহেল মিয়া গংরাও হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এতে উভয় পক্ষের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের মহিলাসহ ২০ জন আহত হন। আহতের মধ্যে ল্ভালী বেগম (২৮), খানম বেগম (৬০), ফাতেমা বেগম (৩০), জামাল আহমদ (৩০), পারভিন বেগম (৩০), আঃ তাহিদ (৭৫), মাসুদ (১৯) ও লেভেন আহমদ (৪৫) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।