Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাংলাদেশ-ভারতের সমঝোতা স্মারক স্বাক্ষর ॥ খোয়াই নদীর বাঁধে ব্লক ফেলতে আর বাধা দেবে না বিএসএফ

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের বাল্লা সীমান্তে খোয়াই নদীর তীরে সিসি ব্লক ফেলতে বিএসএফ আর বাধা প্রদান করবে না। এ সংক্রান্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী উবায়দুর রহমান ও ভারতের ত্রিপুরা পানি সম্পদ বিভাগের প্রধান প্রকৌশলী তরুন লোড। গতকাল বাল্লা সীমান্ত পরিদর্শন শেষে আনুষ্ঠানিকভাবে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। যৌথ পরিদর্শনকালে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বিজিবি ৪৬ ব্যাটেলিয়ান কমান্ডার লেঃ কর্ণেল নাসির উদ্দিন পিএসসি, বিজিবি ৫৫ ব্যাটেলিয়ান কমান্ডার লেঃ কর্ণেল সাজ্জাদ, পানি উন্নয়ন বোর্ড হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম এবং ভারতের পক্ষে উপস্থিত ছিলেন ১০ বিএসএফ তেলিয়ামুড়া ব্যাটালিয়ানের অধিনায়ক এ কে বিদ্যার্থী ও ভারতের জল উন্নয়ন নিগমের প্রকৌশলী তপন চন্দ্র লোক সহ অন্যান্য বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম জানান, ৪ বছর আগে ৪০ লাখ টাকা ব্যয়ে খোয়াই নদীর ১১৮ মিটার বাধ সংস্কারের কাজ শুরু হলেও ভারতের বাধার মুখে তা সম্পন্ন হয়নি। এখন সমঝোতা হওয়ায় জুনের মধ্যে কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রকাশ, গত ৩ ফেব্র“য়ারি ভারতের আগরতলায় ত্রিপুরা রাজ্য সরকারের অতিথিশালায় হবিগঞ্জসহ বাংলাদেশের ৪ জেলা প্রশাসনের সাথে ভারতের ৬ জেলা প্রশাসনের বৈঠকে খোয়াই নদীর প্রতিরক্ষা বাধ সংস্কার নিয়ে আলোচনা হয়। এ প্রেক্ষিতে গত ২৮ ফেব্র“য়ারি উভয় দেশের প্রতিনিধি সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এরই ধারাবাহিকতায় সোমবার এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
সূত্র জানায়, বাল্লা সীমান্তের ১৯৬৪ নং মেইন পিলারের ৯ এস পিলারের কাছে ৩৮ মিটার ও ১৯৬৫ নং মেইন পিলারের ১৯ এস পিলারের কাছে ৮০ মিটার এলাকা জুড়ে খোয়াই নদীর তীর রক্ষায় সিসি ব্লক ফেলতে গেলে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বাধা প্রদান করে। এতে বন্ধ হয়ে যায় তীর রক্ষার কাজ। এনিয়ে বিজিবি তাৎক্ষনিক পত্র প্রেরণ করে বিএসএফ’র কাছে। এরই ধারাবাহিকতায় ২৫ এপ্রিল বাল্লা সীমান্তের ১৯৬৪ নং মেইন পিলারের কাছে দু’দেশের সীমান্ত রক্ষীদের মাঝে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিএসএফ খোয়াই তীরে সিসি ব্লক ফেলতে দেয়া হবে কি-না তা পরবর্তীতে জানানো হবে বলে সিদ্ধান্ত দিয়ে পতাকা বৈঠক সমাপ্ত করে।
গতকাল সোমবার সকাল ১১ টায় বাল্লা সীমান্তের ১৯৬৪ নং মেইন পিলারের ৪ এস পিলারের নিকট পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএসএফ সিসি ব্লক ফেলার অনুমতি দেয়। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানান, আজ থেকে সিসি ব্লক দেয়ার কাজ পুনরায় চলবে।