Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে বিদেশ পাঠানোর নামে টাকা আত্মসাত ॥ দালাল কারাগারে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে এক ফল বিক্রেতাকে সৌদি আরব পাঠানোর নামে টাকা আত্মসাতের মামলায় অবশেষে দালাল আব্দুস সহিদ (৪০)কে কারাগারে প্রেরণ করা হয়েছে। সে উপজেলার নরপতি গ্রামের আব্দুল হাশিমের পুত্র। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানার আদালতে সে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বাদিপক্ষে মামলা পরিচালনা করেন এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু ও শরীফুল হুদা খোকন। আসামীপক্ষে পরিচালনা করেন মোঃ নজরুল ইসলাম।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার বিছরাবন গ্রামের ফিরোজ মিয়ার পুত্র আলতা মিয়া হবিগঞ্জ শহরের সিনেমা হলের একটি ফলের দোকানের কর্মচারী ছিলেন। তাকে সহিদ সৌদি আরব পাঠানোর প্রলোভন দিয়ে বসতভিটা বিক্রি করিয়ে আড়াই লাখ টাকা নেয়। কিন্তু সহিদ বিদেশে না নিয়ে তার টাকা আত্মসাত করে। এমনকি সহিদ ওই টাকা আত্মসাতের জন্য আলতা মিয়াকে একটি জাল দলিল দেয়। এব্যাপারে আলতা মিয়া বাদী হয়ে কোর্টে মামলা করলে আদালত সহিদকে গতকাল কোর্টে হাজির হবার নির্দেশ দেন। গতকালই তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।