Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটের আলীনগরে হরিণ আটক রেমা-কালেঙ্গায় অভয়রাণ্যে অবমুক্ত

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার আলীনগর গ্রাম থেকে গতকাল রবিবার সকালে স্থানীয় লোকজন একটি মায়া হরিণ আটক করেছে। পরে খবর পেয়ে বনবিভাগ ও সহ-ব্যবস্থাপনা কমিটি হরিণটি উদ্ধার করে নিয়ে আসে। বিকেলে সিএমসির সভাপতি ও পিপি এডঃ আকবর হোসেন জিতু ও সহকারি বন সংরক্ষক হরিণটি রেমা বনাঞ্চলে অবমুক্ত করেন।
স্থানীয় সুত্র জানায়, রবিবার সকাল ৯টার দিকে উপজেলার আলীনগর গ্রামের লোকজন একটি হরিণ গ্রামের প্রবেশ করতে দেখে ধাওয়া করে আটক করে। এ খবর পেয়ে রেমা বনবিটের বিট কর্মকর্তা সিএমসি এবং ভিসিএফ’র লোকজনকে নিয়ে হরিণটি উদ্ধার করে রেমা বনবিটে নিয়ে আসেন। হরিণটির মুখের বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে। পরে বন বিভাগ ও সিএমসি হরিণটির চিকিৎসা দিয়ে বিকেলে রেমা কালেঙ্গা অভয়ারণ্যে অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন রেমার বন্যপ্রাণী বিভাগের সহকারি বন সংরক্ষক, বিট কর্মকর্তা, ক্রেল প্রকল্পের অজুর্ন দাশসহ স্থানীয় গনমান্য ব্যাক্তিবর্গ ও সিএমসি এব ভিসিএফ এর লোকজন।