Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ উপজেলা আইন শৃংখলা কমিটির সভা সাংবাদিক সাইফুলের মাতার মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলা আইন শৃংখলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আহমদ আজাদ, নবীগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন, এডভোকেট জাবেদ আলী, আনোয়ারুর রহমান, নজরুল ইসলাম, আব্দুল মোক্তাদির চৌধুরী, আবুল খায়ের গোলাপ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অর্ধেন্দু দেব, উপজেলা শিক্ষা কর্মকর্তা সুবোধ চন্দ্র দাশ, মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক মাহবুবুল আলম সুমন, আবু সিদ্দিক, দিলারা হোসেন, হিরা মিয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষক এটিএম বশিররুল ইসলাম, উপজেলা মহিলা কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিন, সমাজসেবা সমবায় কর্মকর্তা আব্দুল মান্নান প্রমূখ।
সভায় নবীগঞ্জ থানার দাঙ্গা-হাঙ্গামারোধে  দ্রুত ব্যবস্থা গ্রহন করা। ইউনিয়ন আইন শৃংখলা কমিটি গুলো সচল করার জন্য আহবান জানানো হয়। সভায় বলা হয় কোন নারী নির্যাতন সংক্রান্ত কোন মামলা নিয়ে বর্তমান সরকারে প্রজ্ঞাপন অনুযায়ী আপোষরফা, সালিশ সভা, ফতোয়া দেয়া যাবে না। যারা মধ্যেস্থতা করে নারী নির্যাতন সংক্রান্ত মামলা যারা সালিশ হিসাবে আপোষ করবেন তারা মামলার আসামী করতে হবে। নবীগঞ্জের দাগি সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যব¯’া নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে ধন্যবাদ জনানো হয়। সভায় নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আইন শৃংখলা কমিটির সদস্য সাইফুল জাহান চৌধুরীর মাতা আনোয়ারা মতিন চৌধুরীর মৃত্যুতে সর্ব সম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহন করা হয়।