Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে দিবালো বেলাল হত্যাকারীরা আত্মগোপনে পুলিশী তৎপরতা অব্যাহত ॥ মামলার এজাহার নিম্নে দেয়া হলো-

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে চাঞ্চল্যকর সিএনজি শ্রমিক বেলাল মিয়া হত্যাকান্ডের ঘটনায় ২৮ জনের নাম উল্লেখ করে আরও ৭/৮ জন অজ্ঞাতনামাকে আসামী করে নিহতের পিতা ফারুক মিয়ার দায়েরী হত্যা মামলার আসামীদের গ্রেফতারে থানা পুলিশ ব্যাপক অভিযান চালিয়েছে। গত ২৮ এপ্রিল মঙ্গলবার গভীর রাত থেকে রির্পোট লেখা পর্যন্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ আসামীদের গ্রেফতারে তাদের বাড়ি সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। ঘাতকরা গাঁ ঢাকা দেয়ায় গ্রেফতার করা সম্ভব হয়নি বলে দাবী করেছে পুলিশ।
সিএনজি শ্রমিক বেলাল মিয়াকে প্রকাশ্যে দিবালোকে হত্যাকান্ডের ঘটনায় নিহতের বাড়িতে এখনও চলছে শোকের মাতম। নিহতের পিতা-মাতা এবং সদ্য বিবাহিতা স্ত্রীর কান্নায় এলাকার পরিবেশ ভারি হয়ে উঠছে। স্থানীয় সুত্রে জানা যায়, নিহত বেলাল মিয়া নবীগঞ্জের একজন দক্ষ ভিডিও ক্যামেরাম্যান ছিলেন। সে বিভিন্ন অনুষ্ঠানে ভিডিও ক্যামেরা করতো। সম্প্রতি বিএ পরীক্ষা শুরু হলে বড় ভাই হেলাল আহমেদ পরীক্ষার্থী হওয়ায় তার সিএনজি চালানোর দায়িত্ব নিয়েছিলো নিহত বেলাল।
উল্লেখ্য, গত রবিবার বিকালে শহরের শেরপুর রোডস্থ মা-হোটেলের ও মাইওয়ান ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাড়ানো অবস্থায় প্রতিপক্ষ অস্ত্রধারী সন্ত্রাসীরা সিএনজি শ্রমিক বেলাল মিয়াকে কুপিঁয়ে রক্তাক্ত জখম করে। মূমুর্ষ অবস্থায় তাকে সিলেট নিয়ে যাওয়ার পথে বেলাল মিয়া মৃত্যুর কুলে ঢলে পড়ে। নিহত বেলাল মিয়া পৌর শহরের নোয়াপাড়া গ্রামের সাবেক পত্রিকার হকার ও সিএনজি ম্যানাজার ফারুক মিয়ার ছেলে এবং পত্রিকার এজেন্ট মোশাহিদ আলী ও মিয়া ধন মিয়ার ভাতিজা। সিএনজি শ্রমিক ইউনিয়ন নিহত বেলালের কপিন নিয়ে শহরে মৌন মিছিল ও শোক র‌্যালী বের করে।
এদিকে প্রকাশ্য দিবালোকে শ্রমিক বেলাল মিয়ার হত্যাকারীরা রয়েছে ধরাছুয়ার বাহিরে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বেলাল হত্যাকান্ডের বিচারের দাবী জানিয়েছেন নোয়াপাড়া গ্রামবাসী ও সিএনজি শ্রমিক ইউনিয়ন। নিহত বেলালের পিতা ফারুক মিয়া বাদী হয়ে সামছু মিয়া ও রায়েছ চৌধুরীসহ ২৮ জনের নাম উল্লেখ্য করে এবং অজ্ঞাতনামা আরো ৭/৮ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পর পরই পুলিশ আসামীদের গ্রেফতারে নানা স্থানে অভিযান চালিয়েও কাউকে গ্রেফতার করতে পারেনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম বলেন, আসামীরা দেশের যে প্রান্তেই থাকুক তাদেরকে খুব শ্রীঘ্রই গ্রেফতার করা হবে। এ ক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
থানায় দায়েরকৃত বেলাল হত্যা মামলাটি নিম্নে হুবহু প্রকাশ করা হলো-
দরখাস্তকারী ঃ মোঃ ফারুক মিয়া পিতা মৃত আছির উল্লা, সাং- নোয়াপাড়া, পৌরসভা নবীগঞ্জ, থানা নবীগঞ্জ, হবিগঞ্জ…… বাদী।
বিবাদী -১। সামছু মিয়া (৪২) পিতা মৃত- আঃ হেকিম, ২। আফছর উদ্দিন (৪৫) পিতা মৃত- ঐ, ৩। তফাজ্জল হোসেন লিংকন (২৭) পিতা মৃত- ঐ, ৪। আঃ মজিদ (৪৮) পিতা মৃত রহমত আলী, ৫। আঃ ওয়াহিদ (৪২) পিতা মৃত-ঐ, ৬। আঃ রউপ পিতা মৃত- ঐ, ৭। আঃ লতিফ (২৭) পিতা মৃত- ঐ, ৮। আঃ মাহিদ (২৫) পিতা মৃত- ঐ, ৯। আফাছ উদ্দিন (৩৯) পিতা মৃত- হীরন মিয়া, ১০। নাজিম উদ্দিন (৩৬) পিতা মৃত-ঐ, ১১। আঃ মালিক (২৯) পিতা মৃত- ঐ, ১২। আব্দুর রকীব (৩০) পিতা- আঃ জব্বার, ১৩। আবু তালিম (৩০) পিতা- আমজদ আলী, সর্ব সাং নোয়াপাড়া, নবীগঞ্জ পৌরসভা, থানা নবীগঞ্জ, ১৪। রায়েছ চৌধুরী (৩৬) পিতা-সামছু মিয়া চৌধুরী সাং খনকারীপাড়া, ৬নং কুর্শি ইউপি, থানা নবীগঞ্জ, ১৫। হাবিব মিয়া (২৪) পিতা-আঃ হামিদ সাং রিফাতপুর, ১৬। আলমগীর মিয়া (৩২) পিতা-আরমান আলী সাং বাউসা, ১৭। মনসুর মিয়া (৩৪) পিতা মৃত- মসুদ আলী, সাং বাউসা, ১৮। মঈনুল আহমেদ (৩৬) পিতা মৃত- আছদ্দর আলী, সাং মাইজগাঁও, ১৯। ইসলাম উদ্দিন (৩০) পিতা-গোলাপ মিয়া, সাং ঈমামবাঐ, ২০। আমিনুল ইসলাম (২৫) পিতা- ক্বারী আঃ ছত্তার (মামলায় অজ্ঞাত) সাং সাকোয়া, ২১। নুর আলী (৪৫) পিতা মৃত- আছদ্দর আলী, সাং মাইজগাঁও, ২২। ইলিয়াছ মিয়া (৩০) পিতা- ওয়াতির উ্ল্লা, সাং নাদামপুর, ২৩। রুহেল মিয়া (৩০) পিতা-সুন্দর আলী, সাং নাদদামপুর, ২৪। সাজু মিয়া (২৪) পিতা-সামছু মিয়া (মামলায় অজ্ঞাত), সাং নহরপুর, ২৫। আমিনুল ইসলাম (২৩) পিতা-মজুমদার আলী, সাং জাহিদপুর, ২৬। নহীন মিয়া (৩৬) পিতা-সজ্জাদ মিয়া, সাং সদরঘাট, ২৭। ইকবাল মিয়া (৩৫) পিতা-আঙ্গুর মিয়া, সাং নহরপুর, ২৮। মোঃ ইলিয়াছ আলী বাবু (১৮) পিতা- আব্দুল মজিদ, সাং নোয়াপাড়া, সর্ব থানা নবীগঞ্জ। গং আরও ৭/৮ জন হইবে। জেলা হবিগঞ্জ…… আসামীগণ।
ঘটনার তারিখ ও সময় ঃ- ২৬/০৪/২০১৫ইং মোতাবেক ১৩ই বৈশাখ রোজ রবিবার বিকাল অনুমান ৫ঃ৩০ ঘটিকার সময় ১৪২২ বাংলা।
ঘটনাস্থল ঃ- নবীগঞ্জ শেরপুর রোডস্থ মাইওয়ান ব্যবসা প্রতিষ্ঠানের সামনে।
মামলায় ডাক্তারসহ স্বাক্ষী রয়েছেন ১৭ জন।
নিবেদন এই, আমি নিম্নস্বাক্ষারকারী মোঃ ফারুক মিয়া আপনার থানায় হাজির হইয়া লিখিত অভিযোগ করিতেছি যে, আসামীগণ পরস্পর একদল ভুক্ত, দুর্দান্ত দাঙ্গাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, প্রভাবশালী ও সমাজ বিরোধী প্রকৃতির লোক বটে। পক্ষান্তরে আমি একজন নিরীহ শান্তিপ্রিয় আইনের প্রতি শ্রদ্ধাশীল লোক। আসামীগণ প্রভাবশালী এবং ধনবলে ও জনবলে বলিয়ান হওয়ায় তাহারা আইন কানুনের ধার ধারে না। আসামীদের সহিত আইনগাঁও রোড সি.এন.জি স্ট্যান্ডের ম্যানেজারী নিয়া বিরোধসহ মতানৈক্য থাকায় আসামীগণ আমাদের প্রতি সর্বদা আক্রোশ পোষন করতঃ আমাদের জানমালের ক্ষতি সাধনের চেষ্টা করিয়া আসিতে থাকে। ঘটনার পুর্বের দিন কোন কোন আসামীগণ সিএনজি স্ট্যান্ডের বিরোধের জের ধরিয়া পরিকল্পিতভাবে দা, রামদা, লাঠি, লোহার রড ইত্যাদি প্রাণ নাশক অস্ত্রাদি নিয়া দুপুর অনুমান ১২.৩০ ঘটিকার সময় আমার অপর ছেলে হেলাল আহমেদসহ আমার আত্মীয় স্বজনদের মারপিট করিয়া গুরুতর জখমাদি করে। আসামীদের মারপিটের কারনে আমার ছেলে হেলাল আহমেদ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। উক্ত বিষয়ে সি.এন.জি স্ট্যান্ডের ম্যানেজার মনসুর উল্লা বাদী হইয়া আপনার থানায় একখানা মামলা দায়ের করে। যাহা নবীগঞ্জ থানার মামলা নং ৩৫ তাং-২৬-০৪-২০১৫ইং, দঃবিঃ- ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯ ধারা, জিআর ১২৭/২০১৫ইং (নবীঃ) ভুক্ত আছে।
উল্লেখিত মামলার জখমী আমার ছেলে হেলাল আহমেদ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন থাকায় আমার ছেলে ভিকটিম বেলাল মিয়া তার ভাই হেলাল আহমদকে দেখিয়া সিলেট হইতে বাড়ীতে আসার পথে নবীগঞ্জ-শেরপুর রোডস্থ ফুলকলি স্ন্যাকবারের সামনে পয়েন্টে গাড়ী হইতে নামার পর ঘটনার তারিখ ও সময়ে সমস্ত আসামীগণ পুর্ব যোগাযোগী ও পরিকল্পনা অনুযায়ী একই উদ্দেশ্যে অন্যের সক্রিয় সহযোগিতায় হাতে দা, গরু কাটার ধারালো ছুরি, লোহার রড, লাঠি ইত্যাদি প্রাণ নাশক অস্ত্রাদি নিয়া আসামীগণ চর্তদিক হইতে আমার ছেলে ভিকটিম বেলাল মিয়াকে প্রাণে হত্যার উদ্দেশ্যে ঘেরাও করিয়া আসামী আঃ মজিদ হুকুম দিয়া বলে শালার পুতকে জানে শেষ করিয়া ফেল। আমার ছেলে প্রাণ রক্ষার জন্য দৌড় দিলে সকল আসামীগণ আমার ছেলেকে দৌড়াইয়া মাইওয়ান ব্যবসা প্রতিষ্ঠানের সামনে আনিয়া আসামী আফছর উদ্দিন, আফাছ উদ্দিন, হাবিব মিয়া আমার ছেলের শার্টের কলারে ঝাপটাইয়া ধরিয়া মাটিতে ফেলিয়া দেয়। তখন আসামী তফাজ্জল হোসেন লিংকন আমার ছেলের বাম হাতে আসামী আঃ রউপ ডান হাতে মাটিতে ছাপিয়া ধরে রাখে। আসামী মনসুর মিয়া আমার ছেলের বাম পায়ে ও আঃ মালিক ডান পায়ে স্বজোরে মাটিতে ছাপিয়া ধরিয়া রাখিলে আমার ছেলে আসামীদের নিকট প্রাণ ভিক্ষা চায়।
এই সময় আসামী সামছু মিয়া তাহার হাতে থাকা গরু কাটার ধারালো ছুরি দিয়া প্রাণে হত্যার উদ্দেশ্যে আমার ছেলে বেলাল মিয়ার বাম পায়ের হাটুর উপরে কোমড়ের নীচে ছুরি চালাইয়া হাড্ডি পর্যন্ত কাটিয়া শক্ত মারাত্মক গ্রিভিয়াস জখম করে। যাহার ফলে অল্পের জন্য পা দুই টুকরা হয় নাই। আসামী রায়েছ চৌধুরী তাহার হাতে থাকা ছুরি দিয়া প্রাণে হত্যার উদ্দেশ্যে আমার ছেলে বেলাল মিয়ার পুরুষাঙ্গে ছেদ মারিয়া পুরুষাঙ্গের মাথা কাটিয়া ফেলিয়া শক্ত রক্তাক্ত গ্রিভিয়াস জখম করে।
তৎপর আসামী ইসলাম উদ্দিন রুহেল মিয়া, মঈনুল আহমেদ, নুর আলী, ইকবাল মিয়া তাদের হাতে থাকা লাঠি লোহার রড দিয়া আমার ছেলেকে প্রাণে হত্যার উদ্দেশ্যে এলোপাতারী ভাবে বাইরাইয়া অসংখ্য নীলাফুলা জখম করে। আমার ছেলের আর্তচিৎকারে কোন কোন স্বাক্ষীগণ ঘটনাস্থলে আসিয়া ঘটনা দেখেন ও শুনেন। কোন কোন স্বাক্ষীগণ মুমূর্ষ অবস্থায় আমার ছেলেকে আসামীদের কবল থেকে উদ্ধার করিয়া প্রথমে নবীগঞ্জ সরকারী হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার অধিকতর রক্তক্ষরণের কারণে জখমীর অবস্থা আশংকাজনক হওয়ায় সাথে সাথেই উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট প্রেরণ করেন। আমার ছেলেকে সিলেট হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার পরীক্ষা করিয়া আমার ছেলেকে মৃত ঘোষনা করেন। পরের দিন আমার ছেলের মৃত দেহের ময়না তদন্ত হয়। ময়না তদন্ত শেষে আমার ছেলের মৃত দেহ বাড়ীতে নিয়ে আসিয়া দাফন কাফন শেষ করিয়া স্বাক্ষীগণের নিকট হইতে বিস্তারিত ঘটনা শুনিয়া অদ্য কিছুটা বিলম্বে অত্র এজাহার দাখিল করিলাম। আমার স্বাক্ষী আছে। আমি আমার ছেলের হত্যার বিচার চাই। আমি শারিরিক ভাবে অসুস্থ থাকায় কম্পিউটারকৃত ১নং পাতা হইতে ৬নং পাতা পর্যন্ত আমার স্বাক্ষরিত এজাহার আমার ভাতিজা মোঃ লিটন মিয়া (২৫) পিতা-মোঃ আছকান উদ্দিন সাং আনমনু, থানা নবীগঞ্জ, জেলা হবিগঞ্জ এর মাধ্যমে থানায় প্রেরণ করিলাম।
অতএব প্রার্থনা আমার দাখিলী এজাহারখানা এফ.আই.আর গণ্যে নিয়মিত মামলা রুজু করিয়া আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করিতে আপনার সদয় মর্জি হয়।