Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাংগঠনিক সম্পাদকে অবাঞ্ছিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ এবং সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মিয়াকে অবাঞ্ছিত ঘোষনা করা হয়েছে। গত বৃহস্পতিবার ইনাতগঞ্জ ইউনিয়নের ৫, ৬ ও ৭নং ওয়ার্ডের তৃনমুল নেতাকর্মীদের উদ্যোগে ঐদিন সন্ধ্যায় স্থানীয় বান্দের বাজার বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক কর্মীসভা অনুষ্টিত হয়। ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মইনুদ্দিনের সভাপতিত্বে এবং বিএনপি নেতা মশাহিদ আলম মেহবুবের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ৬ নং ওয়ার্ড সভাপতি আবুল কাশেম, ৭নং ওয়ার্ড সাধারন সম্পাদক বেলাল আহমদ, ৫নং ওয়ার্ড নেতা খসরু মিয়া, ৬নং ওয়ার্ডের সাবেক সাধারন সম্পাদক জাকারিয়া আহমদ পাঠান, বিএনপি নেতা জাহাঙ্গীর খান, আব্দুল কাইয়ুম, জালাল আহমদ প্রমূখ।
বক্তারা বলেন, ইনাতগঞ্জ ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদের দূর্বল নেতৃত্ব, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও তৃনমুল নেতৃবৃন্দকে পাশ কাটিয়ে আত্মঘাতি মূলক কর্মকান্ডের অভিযোগে এবং সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মিয়াকে শিষ্টাচার বহির্ভূত কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে অবাঞ্ছিত ঘোষনা করা হয়।  অপর দিকে, একই ইউনিয়ন বিএনপির ১, ২ ও ৩ নং ওয়ার্ডের তৃনমুল বিএনপির উদ্যোগে গত শনিবার সন্ধ্যায় ইনাতগঞ্জ পশ্চিম বাজারের বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্টিত হয়। পুর্বেকার সভার সভাপতি ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মইনুদ্দিনের সভাপতিত্বে এবং নবীগঞ্জ উপজেলা কৃষকদল সভাপতি আফিল উদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও থানা বিএনপির প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক ও ইউপি সদস্য গোলাম হোসেন, ২নং ওয়ার্ড বিএনপি নেতা ইউপি সদস্য জিয়াউর রহমান, ১নং ওয়ার্ড বিএনপি নেতা ইউপি সদস্য আব্দুল ওয়াহিদ, থানা শ্রমিক দলের সাধারন সম্পাদক এম এ মুমিন, নুর আলম, নসির উদ্দিন, মেহবুব আলম মশাহিদ, মুর্শেদ আহমদ, আব্দুল কাইয়ুম, মোশাহিদ আলম, জালাল আহমদ, জাকারিয়া, বেলাল আহমদ, সুনাম আহমদ, সাবেক যুবদল সভাপতি আব্দুস সামাদ, যুবদল সাধারন সম্পাদক রাসেল আহমদ, ইউপি ছাত্রদল সভাপতি সুমন আহমদ, আব্দুর হাকিম, সমাজ উদ্দিন, জাবেদ, সোয়েবুর রহমান, জিল্লুর রহমান, জুয়ের আহমদ, সাফিজুল, ছাত্রদল নেতা রুমন আহমদ, জোবায়ের আহমদ, সুয়েব আহমদ, মোফাজ্জল হোসেন, রুহুল আমিন, নাইম হোসেন, আয়নাল, সবুজ, আবু সালেহ, আফজাল, বাপ্পি, সালমান, সুহেল, জুনেল, রিমন প্রমূখ।
বক্তারা পুর্বেকার বান্দেরবাজারের সভার সিদ্ধান্তের সাথে একমত পোষন করে ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মিয়াকে অবাঞ্ছিত ঘোষনা করেন। পাশাপাশি দলীয় কর্মসুচী তৃনমূল নেতৃবৃন্দের  নেতৃত্বে এখন থেকে ইনাতগঞ্জ ইউনিয়নে পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।