Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ পৌর এলাকার ৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এডঃ মোঃ আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য এডভোকেট মো: আবু জাহির বলেছেন, নাগরিক সেবা পৌরবাসীর মৌলিক অধিকার। আর সে অধিকার নিশ্চিত করতে পৌরসভার কর্মসূচিকে সহযোগিতা করা প্রতিটি নাগরিকের কর্তব্য। যে এলাকার জনগণ যত বেশী সচেতন সে এলাকায় উন্নয়নকাজ তত সুন্দর হয়। তাই পৌরসভার উন্নয়ন কাজে সহযোগিতামূলক মনোভাব প্রদর্শন করা প্রয়োজন। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ পৌরএলাকায় রাস্তা সংস্কার ও ড্রেন নির্মাণের ৯টি প্রকল্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। পৌরএলাকার উমেদনগর, নাতিরাবাদ, শ্বাশানঘাট, শ্যামলীসহ বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মোঃ আবু জাহির এমপি বলেন- হবিগঞ্জ শহরকে ভবিষ্যত প্রজন্মের জন্য একটি বাসযোগ্য শহরে পরিণত করতে পৌরবাসীকে অবশ্যই বিল্ডিং কোড মান্য করে স্থাপনা নির্মান করতে হবে। রাস্তার পাশে ও বিল্ডিংয়ের পাশে নিয়ম অনুযায়ী ফাকা জায়গা না রাখলে এবং বাসা-বাড়ীর পানি সুষ্ঠুভাবে নিষ্কাশন না করলে ভবিষ্যতে শহর বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। দুরদৃষ্টি নিয়ে সচেতনতা দেখিয়ে সুন্দর শহর গড়ে না তুলতে পারলে ভবিষ্যত প্রজন্ম আমাদেরকে ধিক্কার দেবে। যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে সিডিসি’র ভ্যানগাড়ীতে অথবা নির্ধারিত স্থানে ফেলার জন্য তিনি পৌরবাসীর প্রতি আহবান জানান। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে। উদ্বোধনকালে এডভোকেট মোঃ আবু জাহির এমপি’র সাথে ছিলেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর সভাপতি মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি নিলাদ্রী শেখর পুরকায়স্থ, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, পৌরকাউন্সিলর মোঃ আবুল হাসিম, মোঃ জাহির উদ্দিন, দিলীপ দাস, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নুর হোসেন, আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর, সালমা আক্তার চৌধুরী, সৈয়দা লাভলী সুলতানা, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস, পৌরসচিব নুরে আলম সিদ্দিকী, পৌরকর্মচারী সংসদের সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস ও সাধারণ সম্পাদক মোঃ মহিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হিরাজ মিয়াসহ সংশ্লিষ্ট এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এডভোকেট মোঃ আবু জাহির উমেদনগর এলাকা হতে উন্নয়ন কাজের উদ্বোধন শুরু করেন। হবিগঞ্জ শহরের ব্যাক রোডের সংস্কার কাজসহ রাস্তা ও ড্রেন নির্মানকাজ বিভিন্ন এলাকায় উদ্বোধন করেন তিনি। এর মধ্যে রয়েছে উমেদনগর এম এ রব বীর উত্তম এর মাজার হতে বানিয়াচং রোড পর্যন্ত রাস্তা সংস্কার, সদর হাসপাতাল হতে উত্তর শ্যামলী মসজিদ পর্যন্ত রাস্তা, ষ্টাফ কোয়ার্টার হতে ডাক্তার জমির আলী সাহেবের বাসা পর্যন্ত, গোসাইপুর হতে কাউন্সিলর নুর হোসেনের বাসা পর্যন্ত রাস্তা, শ্মাশানঘাট হতে বাইপাস পর্যন্ত সিসি ড্রেন, এডভোকেট আফরোজ বখত’র বাসা হতে খুশি ম্যাডামের বাসা পর্যন্ত ড্রেন, তেঘরিয়া হতে মুসা হাউজ পর্যন্ত ড্রেন ও নাতিরাবাদ হতে আফিয়া খাতুনের বাসা পর্যন্ত ড্রেন নির্মান। এগুলো বাংলাদেশ মিউনিসিপাল ডেভেলপম্যান্ট ফান্ড (বিএমডিএফ)-এর অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। বিএমডিএফ এর আওতায় পৌরএলাকায় প্রায় পৌনে ৪ কোটি টাকার কাজ বাস্তবায়িত হবে বলে জানা গেছে।