Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে সোনার বাংলা এ্যাওয়ার্ড ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের কুর্শি ইউনিয়নের বাংলাবাজারস্থ সোনার বাংলা একাডেমি এন্ড জুনিয়র হাইস্কুল কর্তৃক যুক্তরাজ্য প্রবাসী গীতিকার ও সমাজসেবক আবদুল মুকিতের সহায়তায় ১০ জন ট্যালেন্টপুল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীসহ ৩১ জনকে সোনার বাংলা এ্যাওয়ার্ড প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক এম এ বাছিত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাপার যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ জেলা সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু এমপি। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবদুল রাজ্জাক। সহকারী শিক্ষক অঞ্জন রায়ের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী, উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মোঃ রুবেল মিয়া, সমবায় বিষয়ক সম্পাদক এম এ মজিদ, কুর্শি ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কামাল হাছান চৌধুরী, নবীগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির উদ্দিন, তাহিরপুর বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সোহেল আহমদ প্রমূখ।
উল্লেখ্য, উপজেলা প্রথম স্থান অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান আউশকান্দি ইউনিয়নের মিঠাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় (৯টি ট্যালেন্টপুল, ১টি সাধারন গ্রেড) এবং সোনার বাংলা একাডেমি ১টি ট্যালেন্টপুল এবং ২টি সাধারণ গ্রেড বৃত্তি লাভ করে অনবদ্য কৃতিত্ব দেখিয়েছে। সমাবেশে বক্তারা সোনার বাংলা একাডেমি এন্ড জুনিয়র হাইস্কুলের ব্যতিক্রমী আয়োজনের ভূয়শী প্রশংসা করেন। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত অতিবিৃন্দকে সম্মাননা স্মারক দেয়া হয়।