Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো বৈশাখী পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ম্যানচেস্টার (ইংল্যান্ড) থেকে গাওছুল ইমাম চৌধুরী সুজন ॥ বিপুল উপস্থিতি আর উৎসাহের মধ্য দিয়ে ইংল্যান্ডের গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ এসোসিয়েশনের উদ্যোগে বৈশাখী পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১৪২২ সফল ভাবে সম্পন্ন হয়েছে। গত ১৯ এপ্রিল ম্যানচেষ্টারের স্থানীয় লংসাইডে গ্রেটার ম্যানচেষ্টার বাংলাদেশ এসোসিয়েশন এর হলে অনুষ্ঠিত বৈশাখী পিঠা মেলায় স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুল নাসির ওয়াহাব। সংগঠনের ডেপুটি জেনারেল সেক্রেটারি গাওছুল ইমাম চৌধুরী সুজন এর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী হাইকমিশনার মিসেস ফেরদৌসি শাহরিয়ার। অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন জিএমবি’র বাংলা স্কুল ও অনামিকা সাংস্কৃতিক সংগঠন। বেলুন উড়িয়ে রেলির মাধ্যমে শুরু হওয়া এই মেলায় শিশু কিসুরদের উপস্থিতি নানারকমের স্টল ছিল ছুখে পরার মতো। মেলায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মীরা অংশগ্রহণ করেন। বৈশাখী পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফল হওয়ায় অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুল নাসির ওয়াহাব। পাশাপাশি তিনি ভবিষ্যতেও এসোসিয়েশনের সকল অনুষ্ঠানে কমিউনিটির সবার অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন। এসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদক শফিক মিয়ার ব্যাবস্থাপনায় অনুষ্ঠানে র‌্যাফেল ড্র ও সঙ্গীত পরিবেশন করেন লন্ডন থেকে আগত কণ্ঠ শিল্পী মমতা, হাঁসি রানী ও নুরুজ্জামান।