Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সিএনজি চালককে মারধরের ঘটনায় পুলিশ কনস্টেবল ক্লোজড ॥ এএসআই লাঞ্ছিত

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে সিএনজি অটোরিকশা চালককে মারধরের জের ধরে এক কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে। লাঞ্ছিত হয়েছেন এএসআই। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার পুটিজুরী বাজারে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত ৯ টার দিকে শ্রীমঙ্গল থেকে পুটিজুরী দ্বিগাম্বর বাজারগামী চাল বোঝাই একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন ১৪-৫৪৩২) বাহুবল মৌচাক মার্কেটের কাছে পৌছুলে বাহুবল থানা পুলিশ পিকআপটি থামানোর জন্য সিগন্যাল দিলে চালক গাড়ি থামিয়ে এতে চাল আছে জানিয়ে চলে যায়। তাৎক্ষণিক পুলিশ পিকআপটির পিছু নিয়ে শেওড়াতুলি নামক স্থানে আটকিয়ে গাড়ির চালক রাজসূরত গ্রামের মৃত আতাউর রহমানের পূত্র সাজু (৩০) কে পুলিশের পিকআপ চালক কনস্টেবল ফয়সল আটক করেন। পুলিশের পিকআপে এএসআই মোজাম্মিল বসা ছিলেন বলে স্থানীয় লোকজন জানান। এ সময় কনস্টেবল ফয়সলের পিটুনীতে আহত সাজুকে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ খবর পুটিজুরী বাজারে পৌছুলে বিভিন্ন গাড়ির চালক, মালিক ও এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে। এ সময় পুলিশের পিকআপে থাকা এএসআই মোজাম্মিলের উপর জনতা চড়াও হয়। প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধের পর উপজেলা চেয়ারম্যান এবং বাহুবল থানার ইনচার্জ ঘটনাস্থলে ছুটে যান। পরে পুটিজুরী ইউপি অফিসে চেয়ারম্যন মাহবুবুর রহমানের উপস্থিতে ঘটনার জন্য দুঃখ প্রকাশ পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় দায়ী পুলিশের পিকআপ চালক কনস্টেবল ফয়সলকে তাৎক্ষনিক ক্লোজড করা হয়।