Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ইয়াবাসহ আটক দু’যুবকের রিমান্ড শুনানী আজ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকা থেকে আলোচিত বিপুল পরিমাণ যৌন উত্তেজক ইয়াবাসহ আটক ২ যুবকের রিমান্ড শুনানী আজ অনুষ্ঠিত হবে। এদিকে ইয়াবা উদ্ধারে অন্যতম নেতৃত্বদানকারী এসআই খন্দকার আল মামুনকে সিলেটে বদলী করা হয়েছে বলে পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে। এদিকে আজ বৃহস্পতিবার হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানার আদালতে আটককৃত দুই যুবকের উপস্থিতিতে রিমান্ড শুনানীর কথা রয়েছে।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল বিকেল ৩টার দিকে দক্ষিণ মোহনপুর এলাকায় ওসি তদন্ত বিশ্বজিৎ দেবের নেতৃত্বে এসআই মামুন, মিজানসহ একদল পুলিশ অভিযান চালিয়ে আরজু মিয়ার বাড়ি থেকে কার্টুনভর্তি বিপুল পরিমাণ নিষিদ্ধ যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এসময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বহুলা গ্রামের তজমুল হোসেনের পুত্র আমির হোসেন (২৫) ও বাহুবল উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত আলতা মিয়ার পুত্র কাজল মিয়া (২৮) কে আটক করা হয়। প্রথমেই সাংবাদিকদেরকে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট থেকে বলা হয় প্রায় ২০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়। পরে ওইদিন রাতেই সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বলা হয় ২ হাজার ৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এরপর ট্যাবলেটের সংখ্যা নিয়ে পুলিশ প্রশাসনের মধ্যেই ধু¤্রজাল সৃষ্টি হয়। গতকাল বুধবার এসআই মামুনের বদলীর আদেশ থানায় এসে পৌছে। তাকে হবিগঞ্জ থেকে সিলেট পুলিশ লাইনে বদলী করা হয়েছে বলে জানা গেছে। তবে মামুনের বদলীর আদেশ নিয়ে খোদ পুলিশ প্রশাসনেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।