Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জের শাহরিয়ার যুক্তরাজ্যের সোনার বাংলা এসোসিয়েশনের শিক্ষা উপদেষ্টা নিযুুক্ত

প্রেস বিজ্ঞপ্তি ॥ যুক্তরাজ্যের সর্ববৃহৎ চ্যারেটি সংস্থা ‘সোনার বাংলা এসোসিয়েশন’ এর শিক্ষা উপদেষ্টা নিযুক্ত হয়েছেন হবিগঞ্জের কৃতি সন্তান ব্রিটিশ বাংলাদেশী আইনজীবী শাহরিয়ার কোরেশী। সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী এ পদে নিয়োজিত ছিলেন। সম্প্রতি তিনি পেরুতে হাই কমিশনার হিসেবে দায়িত্ব পেয়ে চলে গেলে শিক্ষা উপদেষ্টা পদটি শূন্য হয়। ব্রিটিশ পার্লামেন্টের এমপি রোশনারা আলীর প্রস্তাবে শাহরিয়ার কোরেশীকে আগামী ৩ বছরের জন্য শিক্ষা উপদেষ্টা পদে নিয়োগ দেয়া হয়। তিনি যুক্তরাজ্যের বিখ্যাত ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে আইন বিষয়ে অনার্স ডিগ্রী অর্জন শেষে ইমিগ্রেশন আইনজীবী হিসেবে এস আর সলিসিটরস্ ফার্মে নিযুক্ত আছেন। এছাড়া যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা এমিনিস্টি ইন্টারন্যাশনালের সদস্য এবং বাংলাদেশ মানবাধিকার সংস্থার যুক্তরাজ্যের আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শাহরিয়ার কোরেশী হবিগঞ্জ শহরের ৩৬ সার্কিট হাউজ রোডের বাসিন্দা জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক প্রধান সহকারী জালাল উদ্দিন আহমেদ কোরেশী ও সৈয়দা জ্যোৎস্না খানমের কনিষ্ট পুত্র এবং বাহুবল উপজেলার ফয়জাবাদ পরগণার জমিদার মরহুম আব্দুল হেকিম ঠাকুরের দৌহিত্র।
প্রসঙ্গত, শাহরিয়ার কোরেশী হবিগঞ্জের জেকে এন্ড এইচকে হাইস্কুল থেকে এসএসসি, সরকারি বৃন্দাবন কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে আইন বিষয়ে অনার্স ও মাস্টার্স শেষে ২০০৮ সালে তার বড় ভাই যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী ইয়াহিয়া কোরেশীর উৎসাহে ‘ব্যারিস্টার-এট-ল’ ডিগ্রী অর্জনের জন্য যুক্তরাজ্য গমন করেন।