Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আইন সহায়তা দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা ॥ রক্তদান কর্মসূচী

স্টাফ রিপোর্টার ॥ ‘সরকারী আইনি সহায়তা পাওয়ার উন্মুক্ত হল দ্বার, বিকল্প বিরোধ নিষ্পত্তি সংযুক্ত হল এবার’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলে হবিগঞ্জে র‌্যালী, আলোচনা সভা, রক্তদান কর্মসূচী ও লিগ্যাল এইড মেলা অনুষ্ঠিত হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহ, জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন, হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ, চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ সোলায়মান, যুগ্ম জেলা ও দায়রা জজ (১ম আদালত) নিলুফার শিরীন, যুগ্ম জেলা ও দায়রা জজ (২য় আদালত) রোকেয়া রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট রোকেয় আক্তার, ভারপ্রাপ্ত লিগ্যাল এইড কর্মকর্তা ও সহকারী জজ এ.এস.এম এমরানসহ দেওয়ানী ও ফৌজদারী শাখার বিচারকবৃন্দ, আইনজীবী নেতৃবৃন্দ, উভয় আদালতের অফিস স্টাফ, বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থীসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। পরে বার লাইব্রেরী হলে আলোচনা সভায় কর্মকর্তারা বক্তব্য রাখেন। সকাল সাড়ে ১০টার দিকে লিগ্যাল এইড মেলা প্রাঙ্গনে রক্তদান কর্মসূচীর উদ্বোধন করা হয়। জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহ, জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডঃ সালেহ উদ্দিন আহমেদসহ কর্মকর্তাদের উপস্থিতিতে লিগ্যাল এইড এর প্যানেল আইনজীবী ও সাংবাদিক এম এ মজিদ এক পাউন্ড রক্ত দিয়ে কর্মসূচির সূচনা করেন। অন্তত এক ডজন স্টল সমন্বয়ে লিগ্যাল এইড মেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে হবিগঞ্জ লিগ্যাল এইড অফিস চার রঙ্গের একটি স্মরনিকা প্রকাশ করে। এতে আইন বিচার ও সংসদ মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচাল (জেলা জজ) মালিক আব্দুল্লাহ আল আমিন ৮জন বিশিষ্ট ব্যক্তি বাণী প্রদান করেন। এতে ১২ জনের লেখা এবং একজনের একটি কবিতা স্থান পায়। বইটি স্পন্সর করে বহুজাতিক কোম্পাণী প্রাণ গ্র“প।