Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পৃথিবী ধ্বংসের নিকটে বললেন হকিং

এক্সপ্রেস ডেস্ক ॥ পৃথিবী খুব দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং। তিনি মানবজাতীকে শিগগির মহাকাশে বাসস্থানের খোঁজ করার পরামর্শও দিয়েছেন। সিডিনির অপেরা হাউজে আয়োজিত এক বিজ্ঞানসভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। স্টিফেন হকিং বলেন, পৃথিবী খুব শিগগির ধ্বংসের দিকে যাচ্ছে। এখন কেবলই সময়ের অপেক্ষা। হকিং পৃথিবী ধ্বংসের সময়সীমাও জানিয়েছেন বক্তৃতায়। বলেছেন, পৃথিবীর মানবসভ্যতা আগামী ১ হাজার বছরের মধ্যেই ধ্বংস হবে। এর ফলে মহাকাশে বাসস্থানের খোঁজ করা ছাড়া মানবসভ্যতা বাঁচিয়ে রাখার আর কোনো পথ নেই। তার এমন বক্তব্যে হতাশ হন সভায় অংশ নেওয়া বিজ্ঞানীরা। তবে তার কথাকে চ্যালেঞ্জ করবেন এমন কেউ ছিল না সেখানে। বিজ্ঞানীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আকাশের দিকে তাকান, উপরের দিকে চোখ রাখুন, মহাকাশই ভবিষ্যৎ। পা যেন নিচে না পড়ে।