Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বার কাউন্সিল নির্বাচনে আমীর-উল ইসলামের নেতৃত্বে সম্মিলিত আইনজীবী পরিষদের প্যানেলের হবিগঞ্জ সফর

স্টাফ রিপোর্টার ॥ বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ বিনির্মানে আইনজীবীদের সম্মিলিত উদ্যোগ ও অংশগ্রহণসহ তাদের গুণগত মান উন্নয়নের জন্য মঙ্গল ও কল্যাণধর্মী কর্মসূচি বাস্তবায়ন। এই লক্ষ্যে আসন্ন বার কাউন্সিল নির্বাচনে ব্যারিস্টার আমীর-উল ইসলামের নেতৃত্বে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ যে প্যানেল দিয়েছে সেই প্যানেল ভোটের জন্য হবিগঞ্জ সফর করেছে। সোমবার রাতে প্যানেলের ১৪ প্রার্থী এবং নেতৃবৃন্দ হবিগঞ্জ বার লাইব্রেরীতে আইনজীবীদের সাথে মতবিনিময় করেন।
সোমবার রাতে জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা চলাকালে নেতৃবৃন্দ হবিগঞ্জে উপস্থিত হলে সেখানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ব্যারিস্টার এম, আমির-উল ইসলাম, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, আব্দুল বাসেত মজুমদার, সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু ও শ.ম রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন, পরিমল চন্দ্র গুহ, জেড আইন খান পান্না ও ব্যারিস্টার তানিয়া আমীর, কাজী মোঃ নজীবুল্লাহ হিরু, আলহাজ্ব এইচ.আর জাহিদ আনোয়ার, মো. ইব্রাহিম হোসেন চৌধুরী, সারওয়ার আহমদ চৌধুরী আবদাল, পারভেজ আলম খান, মোঃ ইয়াহিয়া ও মোঃ রেজাউল করিম।
এর আগে প্যানেলের নেতৃবৃন্দকে স্বাগত জানান আওয়ামী আইনজীবী পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থসহ অন্যান্য নেতৃবৃন্দ।