Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে ৬ দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ সমাপ্ত

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার প্রাথমিক শিক্ষকদের বিষয় ভিত্তিক ৬দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনীতে পর্যালোচনা সভা শেষে প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদানের পূর্বে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মিহির লাল আচার্য্য। গতকাল মঙ্গলবার ৩টায় বানিয়াচং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ইউআরসি ইন্সট্রাক্টর মোহাম্মদ ইকবাল হোসেন। প্রশিক্ষণার্থী শিক্ষক মায়া বেগম এর পরিচালনায় বক্তব্য রাখেন বানিয়াচং শিক্ষক সমিতির সেক্রেটারী মোঃ আব্দুর রউফ, টট সাহিনা খানম ও লিটন কুমার দাস, প্রধান শিক্ষক হাবিবুর রহমান চৌধুরী, অনুপ কুমার রায়, রঞ্জিত কুমার দাস, সুলতানা ইয়াছমিন, প্রদিপ কুমার দাস, রনু রানী বৈষ্ণব, বিজয় চন্দ্র দাস, অধির চন্দ্র সূত্রধর, সুধাংশু শেখর দাস, নাজমা খাতুন, প্রনতি দাস, জাকিয়া আক্তার, বিউটি রানী দাস, মিন্টু বানী রায় চৌধুরী, আবুল ফজল, ক্ষিতিশ রঞ্জন চক্রবর্তী, এম.এ সাইদ ভূইয়া, মুস্তাক আহমেদ মজুমদার, রতিন্দ্র চন্দ্র দাস, প্রীতেশ রঞ্জন চৌধুরী, রানু তালুকদার, রেনেসা পারভীন লাভলী প্রমুখ।