Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে ২টি অটো রাইস মিল ও হোটেল মালিককে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নিষিদ্ধ প্লাস্টিকের বস্তায় চাউল প্যাকেট করে বিক্রি দায়ে ২টি অটো রাইস মিলকে ৮ হাজার টাকা ও নোংরা পরিবেশে হোটেল পরিচালনা করার অভিযোগে বনানী হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল ছিদ্দিকী, রোবাইয়াত আফরোজ ও রেহেনা আক্তারের নেতৃত্বে শহরের উমেদনগর শিল্প এলাকা ও তিনকোনা পুকুর পাড় এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে নিষিদ্ধ প্লাস্টিকের বস্তার মধ্যে চাউল প্যাকেট বিক্রির অভিযোগে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে কৃষ্ণ অটো রাইস মিলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরণের বস্তায় চাউল প্যাকেট করে বিক্রি না করার জন্য নির্দেশ দেন ভ্রাম্যমান আদালত।
পরে শহরের তিনকোনা পুকুর পাড় এলাকার বনানী হোটেলে অভিযান চালিয়ে নোংরা ও অপরিচ্ছন্নœ থাকার দায়ে এবং হোটেলের রেজিষ্ট্রি খাতায় ব্যাপক গড়মিল থাকায় হোটেল মালিককে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।