Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ভারতের আসাম প্রদেশে সংগীত পরিবেশন করেন হবিগঞ্জের শিল্পী শাহ আলম চৌধুরী মিন্টু

প্রেস বিজ্ঞপ্তি ॥ ভারতের আসাম প্রদেশের শিলচরের গান্ধী হলে সন্ধ্যা ৭ ঘটিকায় বরাক ভ্যালি ডেভেল্পমেন্ট সোসাইটি কর্তৃক আয়োজিত কিশোর চৌধুরীর স্মরণ সভা উপলক্ষ্যে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন জরা হয়  গত ২৪ এপ্রিল আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন হবিগঞ্জের শিল্পী শাহ আলম চৌধুরী মিন্টু।
উল্লেখ্য, হবিগঞ্জের লোকসংগীত তথা সিলেট বিভাগের লোকসংগীত প্রচার ও প্রসারে ভূমিকা রাখার জন্য সোসাইটির পক্ষ থেকে শাহ আলম চৌধুরী মিন্টুকে সম্মাননা প্রদান করা হয়। সোসাইটির সভাপতি গৌরাঙ্গ চন্দ্র, বরাককন্ঠ পত্রিকার সম্পাদক সন্তোষ চন্দ্র ও শিলচরের সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের সভাপতি সৌমেন দত্ত মিন্টুর হাতে পদ ও সম্মাননা তুলে দেন। পদক প্রদান অনুষ্ঠান শেষে শাহ আলম চৌধুরী মিন্টুর একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এছাড়াও ভারত বাংলাদেশের সংস্কৃতির মৈত্রী বন্ধন সুদৃঢ় করার জন্য বরাককন্ঠ পত্রিকার সম্পাদক প্রযোজিত একটি মিক্সড গানের ক্যাসেট বাজারে ছাড়া হবে। যার মধ্যে হবিগঞ্জের গীতিকারের গান বেশী। এই মিক্সড অডিও এ্যালবামে শাহ আলম চৌধুরী মিন্টুর দুটি গান রেকর্ডিং করা হয়েছে। শ্রীঘ্রই ক্যাসেট বাজারে আসবে।