Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে ১৮দলীয় জোটের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার ॥ একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে, তত্বাবধায়ক সরকার পুনঃবহাল, ১৮দলীয় জোটের র্শীষ নেতাদের মুক্তি ও স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ১৮ দলীয় জোট নেতৃবৃন্দ।
গতকাল বুধবার বিকালে বিক্ষোভ মিছিলটি হবিগঞ্জ পৌরসভা মাঠ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের তিনকোনা পুকুরপাড়ে গিয়ে শেষ হয়। এরপূর্বে পৌর মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন-আমাদের শান্তিপ্রিয় অবরোধ কর্মসূচি চলছে। কিন্তু এই কর্মসূচি বানচাল করতে সরকার প্রশাসনকে ব্যবহার করছে। ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের উপর পুলিশ নির্মম নির্যাতন চালাচ্ছে। সরকারের এমন আচরণের তীব্র নিন্দা জানিয়ে মেয়র জি কে গউছ বলেন- একতরফা নির্বাচনের এই তফসিল ঘোষণা করে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দেশকে অস্থিতিশীল ও সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। এ জন্য দেশের গণতন্ত্র বিপন্ন হলে তার দায়ভার সরকারকেই নিতে হবে।
জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট খালিকুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন-জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মজুর উদ্দিন আহমেদ শাহীন ও এডভোকেট শামছু মিয়া চৌধুরী, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মখলিছুর রহমান, সেক্রেটারী মাওলানা মুশাহিদ আলী, জেলা খেলাফত মজলিসের সেক্রেটারী প্রভাষক আব্দুল করিম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আহমদুর রহমান আব্দাল, এম ইসলাম তরফদার তনু, মোঃ মিজানুর রহমান চৌধুরী ও এডভোকেট হাজী নুরুল ইসলাম, অর্থ সম্পাদক হাজী এনামুল হক, প্রচার সম্পাদক সরদার মোঃ আয়ুব আলী পোদ্দার, সদর থানা বিএনপির সভাপতি গোলাম কিবরীয়া চৌধুরী বেলাল, লাখাই থানা বিএনপির সভাপতি এডভোকেট সালেহ আহমদ, জেলা বিএনপি নেতা নুরুজ্জামান মোল্লা, আব্দুল ওয়াদুদ তালুকদার আবদাল, এডভোকেট ছারওয়ার আহমেদ, গিরেন্দ্র চন্দ্র রায়, নুরুল আনাম খান টিপু, জেলা কৃষকদলের সভাপতি মখলিছ উর রহমান তালুকদার, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, জেলা মৎস্যজীবিদলের সভাপতি এডভোকেট মুদ্দত আহমদ, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের চৌধুরী সোহেল, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মহবুবুর রহমান আউয়াল, জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ ইলিয়াছ, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক এডভোকেট ফাতেমা ইয়াসমিন, জেলা জাসাদের সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান বাচ্চু, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ তুহিন খান, ফারুক মিয়া, জেলা শিবির সভাপতি খলিলুর রহমান ও সেক্রেটারী আতিকুল ইসলাম সোহাগ, ছাত্র মজলিসের সভাপতি মাহমুদুল হাসান কিবরীয়া, কাউন্সিলর লাভলী সুলতানা পৌর যুবদলের সাধারণ সম্পাদক শফিকুর রহমান সিতু, সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম, শেখ আব্দুল হান্নান প্রমুখ।