Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট’র অর্থায়নে ১৩১ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট-এর অর্থায়নে স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) পর্যায়ের ১৩১ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে ৪ হাজার ৯০০ টাকা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সুমনা আল-মজীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের এমপি এএ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই। অন্যান্যের মাঝে বক্তৃতা করেন বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুন্নাহার পারভীন। সভা শেষে বাহুবল কলেজ ও দ্বিমুড়া রাহমানিয়া ফাজিল মাদরাসার ৩০ শিক্ষার্থীর হাতে উপবৃত্তির টাকা তোলে দেয়া হয়।
এদিকে, দুপুর ১২টার দিকে মিরপুর আলিফ-সোবহান চৌধুরী কলেজে অপর এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। তিনি ওই কলেজের ১০১ উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর হাতে নগদ অর্থ তোলে দেন। অনুষ্ঠানে কলেজের গভর্ণিং বডি’র সদস্য ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।