Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ পৌরসভায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ সারাদেশের মতো হবিগঞ্জ পৌরসভায়ও পালিত হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। গতকাল শনিবার পৌরএলাকার ৩৯ টি কেন্দ্রে একযোগে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হয়। সকাল ৮টায় শহরের কালীগাছ তলায় অবস্থিত নিরদাময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম। এ সময় উপস্থিত ছিলেন পৌরকাউন্সিলর দিলীপ দাস, পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর অবনী কুমার দাসসহ অন্যান্যরা। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৬ মাস হতে ৫ বছরের নীচের শিশুদের ভিটামিন এ খাওয়ানো হয়েছে। ৬ মাস হতে ১ বছরের নীচের শিশুদের খাওয়ানো হয় নীল রঙের ভিটামিন এ ট্যাবলেট এবং ১ বছর হতে ৫ বছরের নীচের শিশুদের খাওয়ানো হয় লাল রঙের ভিটামিন এ ট্যাবলেট। পৌর এলাকার ৮ হাজার ৬১৫ জন শিশু এ ক্যাম্পেইনের আওতায় ছিল। এর মধ্যে ৮ হাজার ৩৯৪ জন শিশুকে ভিটামিন এ ট্যাবলেট খাওয়ানো হওয়ায় টার্গেট অর্জিত হয়েছে ৯৭.২৮ শতাংশ।