Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

খোয়াই নদীর বাঁধে ভাঙ্গণ ॥ কৃষকরা দিশেহারা ॥ পাউবোকে দায়ী ॥ লাখাই ও সদর উপজেলার বিস্তীর্ণ এলাকার বোরো ধান তলিয়ে গেছে

আবু ছালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী ॥ লাখাই উপজেলার চরগাও গ্রামের কাছে খোয়াই নদীর দক্ষিণ পাড়ের প্রতিরক্ষা বাধ ভেঙ্গে পানিতে হাওরাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলার প্রায় ১ হাজার হেক্টর জমির বোরো পাকা ধান পানিতে তলিয়ে গেছে। এতে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।
স্থানীয়রা জানান, প্রায় প্রতি বছরই ওই স্থানে বাধ ভেঙ্গে সদর ও লাখাই উপজেলার হাজার হাজার হেক্টর জমির ধান পানির নিচে তলিয়ে যায়। পানি উন্নয়ন বোর্ডের গাফলতির কারণেই বাধ ভেঙ্গে ফসলহানীর ঘটনা ঘটে। কৃষকরা জানান, এবার হাওরে বাম্পার ফলন হয়েছিল। কৃষকদের  বুকভরা স্বপ্ন ছিল। কিন্তু যথাসময়ে পানি উন্নয়ন বোর্ড খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধের ওই দুর্বল স্থানটি সংস্কার করেনি। ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে গতকাল শুক্রবার ভোর রাতে চরগাও গ্রামের কাছে বাঁধটি ভেঙ্গে পানি হাওরে প্রবেশ করে সয়লাব হয়ে যায়। এতে করে হবিগঞ্জ সদর উপজেলার ও জয়নগর, মতুরাপুর, কাশিপুর, দৌলতপুর ও লাখাই উপজেলার ভরপূর্নী, গোয়াখাড়া, মাদনা, বেগুনইসহ ওই এলাকার প্রায় ১ হাজার হেক্টর জমির বোরো ধান পানিতে তলিয়ে গেছে। কেউ কেউ তলিয়ে যাওয়া ধান কেটে নিয়ে আসছেন। ফসল তলিয়ে যাওয়ার কারণে বিপাকে পড়েছেন ওই এলাকার কৃষকরা। অধিকাংশ কৃষকই দার-দেনা করে চাষাবাদ করেছিলেন। তারা কিভাবে ঋণ পরিশোধ করবে আর কিভাবে পরিবারের ভরণ-পোষন করবে, এ নিয়ে চোখে সর্ষেফুল দেখছে। উপজেলা কৃষি অফিসার শহীদুল ইসলাম ও সহকারী কৃষি অফিসার অমিত ভট্টাচার্য্য জানান, লাখাই উপজেলার  প্রায় ৭০০ হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে। তলিয়ে যাওয়া ধান কেটে ঘরে তুলার জন্য কৃষকদেরকে পরামর্শ দেয়া হয়েছে বলে তারা জানান। এছাড়া সদর উপজেলার প্রায় ৩০০ হেক্টর জমি পানিতে নিমজ্জিত হয়েছে।