Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরের বিভিন্ন স্পটে মাদক ব্যবসা জমজমাট ॥ ৩ ব্যবসায়ী আটক ॥ বিপথগামী হচ্ছে ধনীর দুলালরা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্পটে মাদক ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। ভারতের সীমান্ত দিয়ে এসব মাদক পাচারকারীরা হবিগঞ্জে সরবরাহ করছে। গতকাল শুক্রবার দুপুরে ডিবির এসআই সুদ্বীপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়। এসময় সদর উপজেলার নিতাইর চক গ্রাম থেকে বিবাড়িয়া জেলার নাসিরনগরের ধরমন্ডল গ্রামের মস্তু মিয়ার পুত্র মাদক ব্যবসায়ী ছুরুক মিয়া (৩০), ইদ্রিস মিয়ার পুত্র জলফু মিয়া (২০) ও আব্দুন নুরের পুত্র মিজানুর রহমান (১৯) কে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা ও দুই লিটার দেশী মদ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, তারা কমিশনের মাধ্যমে এসব মাদক হবিগঞ্জের এক মাদক সম্রাটের নিকট নিয়ে আসছিল। অনুসন্ধানে জানা যায়, হবিগঞ্জে ১০/১২টি স্পটে মাদক বেচা-কেনা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- বহুলা বাইপাস, মাছুলিয়া, শ্মশানঘাট, আলমবাজার, উমেদনগর এলাকা, নাতিরাবাদ, নাজিরপুর। সন্ধ্যা হলেই মাদকের জন্য এসব স্পটে কার ও মোটর সাইকেল যোগে ধনীর দুলালদের আনা আনাগোনা লক্ষ্যনীয়।