Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে সুস্বাস্থ্য সুশিক্ষা বিষয়ক দু’দিন ব্যাপী কর্মশালা

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচঙ্গে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় ইউনিসেফ এর অর্থায়নে “সুস্বাস্থ্য সুশিক্ষা” বিষয়ক দু’দিন ব্যাপী কর্মশালা গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। গতকাল সকাল ৯টায় বানিয়াচং চৌধুরীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়স্থ বানিয়াচং রিসোর্স সেন্টারের প্রশিক্ষণ হলে আয়োজিত কর্মশালা পরিচালনা ও সঞ্চালনা করেন ইউআরসি ইন্সট্রাক্টর মোহাম্মদ ইকবাল হোসেন। কর্মশালা উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। রিসোর্সপার্সন হিসেবে ছিলেন ডা: আবিদুর রেজা। বিভিন্ন পর্যায়ে বক্তৃতা করেন জাতুকর্ণপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল আলম, প্রধান শিক্ষক নাদির বখত সোহেলী, সজল ভট্টাচার্য, মাওলানা আব্দুল হাই, সুকেশ কুমার চন্দ, হাবিবুর রহমান, রাতুল মজুমদার, তাহাদুল ইসলাম, আব্দুর রউফ খান, আবুল ফজল, ছানাউল হক, কমলেন্দু ভট্টাচার্য, গকুলেন্দু রায়, আবুল ফজল (জামালপুর), মনিরুল ইসলাম, মাহমুদা খাতুন, ব্রজেন্দ্র দাস, মাহমুদা বেগম, অরুন কান্তি দাস, শিখা ভৌমিক, অধীর চন্দ্র দাস, নিতেন্দ্র চন্দ্র দাস, নিশা রানী দাস, কামনা রায়, এম.এ ওয়াহেদ, সুজিত বিশ্বাস, জগদিশ চন্দ্র গোপ, মৌলী রানী দাস, তনুপ্রভা সরকার, সুমিত্রা রানী চৌধুরী প্রমুখ। আজ শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে কর্মশালা সমাপ্তি হবে।