Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

এটমবোমায়ও ধ্বংস হয় না যে গাছ

এক্সপ্রেস ডেস্ক ॥ শক্তিশালী এক অস্ত্রের নাম এটমবোমা। যেখানে পড়বে সেখানেই ধ্বংস। শুধু ওই এলাকাই ধ্বংস নয় এলাকায় নবাগত প্রজন্মের ওপরও এর প্রভাব পড়ে। কিন্তু পৃথিবীতে এমন এক বৃক্ষের খোঁজ পাওয়া গেছে যে বৃক্ষকে ধ্বংসাত্মক এটম বোমাও ধ্বংস করতে পারবে না। জাপানের শহর হিরুসীমায় এ গাছটির সন্ধান পাওয়া গেছে। হিরুসীমা শহরের যে স্থানে এটমবোমা বিস্ফোরণ হয়েছিল  সেখান থেকে মাত্র ১ কিলোমিটার দূরে গাছটির অবস্থান। কিন্তু এটমবোমার কোনো প্রতিক্রিয়া গাছটিতে পরেনি। সম্পূর্ন অক্ষত রয়েছে।
গাছটির নাম জিংজু বিলাবা। গাছটি নানা ঔষধ তৈরির ক্ষেত্রেও ব্যবহৃত হয়ে থাকে। কুদরতি ঔষধ তৈরির ক্ষেত্রে গাছটির ভূমিকা গুরুত্বপূর্ণ। আশ্চর্যজনকভাবে ওই স্থানে এ্যাটম বোমা বিস্ফোরণে সমস্ত উদ্ভিদ ও প্রাণী মারা যায়। কিন্তু ছয়টি গাছ এখনো অক্ষত রয়েছে।