Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ঢাকা কমিউনিটি হাসপাতালের আয়োজনে তেঘরিয়ায় স্বাস্থ্য ক্যাম্প ও পুষ্টিকর খাদ্য বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি ॥ ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট এর আয়োজনে গ্রামীণ স্বাস্থ্য কর্মসূচির অংশ হিসাবে হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামে গতকাল স্বাস্থ্য ক্যাম্প ও সাধারণ মানুষের জন্য পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়েছে। স্বাস্থ্য ক্যাম্পে মেডিসিন বিভাগ, শিশু বিভাগ, মা ও প্রসূতি বিভাগ, অর্থোপেডিক বিভাগ, চক্ষু বিভাগ, নাক কান গলা বিভাগ ও সার্জারী বিভাগে আড়াই হাজারের বেশী রোগীকে বিনামূল্যে ঔষধ বিতরণ ও বিভিন্ন পরীক্ষা সেবা প্রদান করা হয়। স্বাস্থ্য ক্যাম্প শেষে বিকাল ৩ টায় ১০০ জন স্থানীয় গরীব, অপুষ্টি শিশু ও মায়ের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট তেঘরিয়া ইউনিয়িনে স্বাস্থ্য ও আর্থসামাজিক অবস্থার উপর ইতিমধ্যে একটি জরিপ কার্যক্রম পরিচালনা করেছে। জরিপে দেখা গেছে, উক্ত ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সেবা, পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপদ পানি এবং স্বাস্থ্যসম্মত পায়খানা সম্পর্কে ধারণা খুবই কম। তাদের আর্থ-সামজিক ও পুষ্টির অবস্থাও দুর্বল। এই প্রেক্ষাপটে ঢাকা কমিউনিটি হাসপাতাল তেঘরিয়ার স্থানীয় জনগণের সাথে স্বাস্থ্য সেবা সম্পর্কে বেশ কয়েকবার সভার আয়োজন করেছে। এছাড়াও গত ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত তেঘরিয়া গ্রামের ১০০ জনকে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও দূর্যোগ ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।