Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

৩৮ দিন চিকিৎসার পর আদালতে এসিড আক্রান্ত স্কুল ছাত্রীর জবানবন্দি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের জয়রামপুর গ্রামে এসিড আক্রান্ত ছাত্রী (১৬) আদালতে জবানবন্দি প্রদান করেছে। ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে ১ মাস ৭ দিন চিকিৎসা শেষে গত বুধবার বিকেলে অসুস্থ অবস্থায় হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানার আদালতে নিয়ে আসা হয়। এ সময় ছাত্রী ঘটনার বর্ণনা দেয়। এদিকে ওই মামলার মূল নায়ক এখনো পলাতক রয়েছে। উল্লেখ্য, গত ১২ মার্চ বুধবার গভীর রাতে ওই গ্রামের মৃত আছকির মিয়ার কন্যা তেলিখাল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এসএসসি পরীক্ষার্থী তাহমিনাকে এসিড নিক্ষেপ করা হয়। এতে তার মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। আশংকাজনক অবস্থায় ওই ছাত্রীকে হবিগঞ্জ সদর হাসপাতাল নিয়ে আসলে তাকে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেলে বার্ণ ইউনিটে পাঠানো হয়। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আনসার সদস্য সারাজকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে। এ ব্যাপারে ওই ছাত্রীর ভাই শাহজাহান মিয়া বাদী হয়ে হবিগঞ্জ থানায় মামলা করে।