Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখাল এলাকায় লাইসেন্স বিহীন খাদ্য উৎপাদনের অভিযোগে আল মদিনা বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন এ জরিমানা করেন। একই অভিযোগে সদর উপজেলার সুতাং এলাকার শাহীন বেকারীকে ১ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া আফরোজ। একই এলাকায় আয়োডিনবিহীন লবণ বিক্রির অভিযোগে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪শ’ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসাদ বেগম। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে আয়োডিন পরীক্ষার কিট বিতরণ করেন।
এদিকে বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আটককৃত ৩ ব্যক্তিকে ছাড়িয়ে নিয়ে যান মিরপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাইফুদ্দিন। বুধবার বিকেলে উপজেলার হাঁসারগাও মহাশয় বাজার সংলগ্ন নদীর চর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে পূর্ব হাঁসারগাঁও গ্রামের ডেঙ্গু মিয়ার ছেলে আব্দুল হামিদ, দত্তপাড়া গ্রামের হাজী মুন্সেফ আলীর ছেলে শওকত আলী ও খিল বামৈ গ্রামের সিদ্দিক আলীর ছেলে ইদ্রিছ মিয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত ১ লাখ টাকা জরিমানা করেন। এ সময় মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাইফুদ্দিন ভ্রাম্যমান আদালতে হাজির হয়ে জরিমানার টাকা দিয়ে মুছলেকার মাধ্যমে আটককৃতদের ছাড়িয়ে নেন।