Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে জেলা প্রশাসনের চাল ও টাকা বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে চাল বিতরণ করা হয়েছে। গতকাল বানিয়াচং, নবীগঞ্জ ও আজমিরীগঞ্জ উপজেলার ক্ষতিগ্রস্ত ১ হাজার ৭২৯ পরিবারকে ২০ কেজি করে ৩৫ টন চাল বিতরণ করা হয়। পাশাপাশি ৯৩৯টি পরিবারকে দেয়া হয়েছে নগদ ৫শ’ টাকা করে ৪ লাখ ৬৯ হাজার ৫শ’ টাকা। এছাড়া নিহত নবীগঞ্জের লাল মিয়ার পরিবারকে ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে। তবে সাহায্য নেয়নি বানিয়াচংয়ের নিহত মা নূরজাহান বেগম ও ছেলে আরিয়ানের পরিবার।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্র জানায়, বুধবার রাতে কালবৈশাখী ঝড়ে জেলায় ৩ জন নিহত ও ৩১ জন আহত হন। সম্পুর্ণ ক্ষতিগ্রস্ত হয় ৯৩৯ পরিবার এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয় ১ হাজার ৩৫৮ পরিবার। তাদেরকে সহায়তার জন্য ২শ’ বান্ডিল টিন ও ১৫ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। কার্যালয়ে সংরক্ষিত খয়রাতি চাল থেকে গতকাল বৃহস্পতিবার ৩৫ টন চাল বিতরণ করা হয়েছে।