Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রাজনৈতিক অস্থিরতায় সীমান্ত চোরাকারবারীদের আশির্বাদ

চুনারুঘাট প্রতিনিধি ॥ রাজনৈতিক অস্থিরতার সুযোগে চুনারুঘাটের বাল্লা ও সাতছড়ি সীমান্তের ১০ স্পট দিয়ে মাদকের অবাধ চোরাচালান চলছে। আইন শৃংখলা বাহিনীর  অভিযান পরিচালিত না হওয়ায় চোরাচালান চলছে ফ্রি স্টাইলে। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতাকে চোরা ব্যবসায়ীরা আর্শিবাদ বলে মনে করছে। সীমান্ত সুত্র জানায়, বাল্লা সীমান্তের টেকেরঘাট, পাক্কাবাড়ী, বড়ক্ষের, টিলাবাড়ী, গোবরখলা, ফাটাবিল, গাজীপুর, আহমদাবাদ ইউপি’র চিমটিবিল খাস সহ সীমান্তের ১০টি গ্রামের শতাধিক নারী-পুরুষ মাদক ব্যবসায় জড়িত। এরা সীমান্তের কুলিবাড়ী, শ্মশানঘাট, বড়ইতলা, মোকামঘাট, বড়ক্ষের, চিমটিবিল, গুইবিল, সাতছড়ি, কালেঙ্গা পয়েন্ট দিয়ে অফিসার চয়েজ, নাম্বার ওয়ান, ভটকা, ম্যাকডুয়েল, বিয়ার, ফেনসিডিল, বাংলা মদ এবং নানা ধরনের যৌন উত্তেজক বড়ির চালান নিয়ে আসে। এর সাথে আসছে হিরোইনসহ নামী-দামী মাদক। সীমান্তরক্ষী বিজিবি পুলিশ কিংবা নারকটিক্স বিভাগ মাদকের চালান আটকাতে পারছেনা। সীমান্তের গোবরখলা, টেকেরঘাট, আমু চা বাগান, চিমটিবিল খাস এবং আহমদাবাদ ইউপি’র বনগাঁও গ্রামের চিহ্নিত চোরা ব্যবসায়ীরা একজন মধ্যস্বত্তভোগীকে বখরা দিয়ে মাদকের চালান পৌছে দিচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। প্রতিদিন ভোরে আসামপাড়া-ঢাকা বাসে করেও মাদকের চালান যায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। গাজীপুর ইউপি’র ইব্রা শাহ ভিলেজ মার্কেট, ইছালিয়া সেতু ও আমুরোড বাঁশতলা  হয়ে প্রতিদিন বাস-টেম্পু, সিএনজি, মোটর সাইকেল, রিক্সা, ঠেলাগাড়ী করে মাদকের চালান যায় গন্তব্যে। র‌্যাব-বিজিবি মাঝে-মধ্যে মাদক ব্যবসায়ীদের তাড়া করছে-পাকড়াও করছে কিন্তু মূল হোতা যারা ব্যবসার সাথে তারা থেকে যাচ্ছে ধরা-ছোঁয়ার বাইরে। ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক মামলা থাকার পরও এরা রয়েছে যাচ্ছে অধরা। চিহ্নিত ব্যবসায়ীরা আসামপাড়া বাজারে বসে ফেরি করে মাদক ব্যবসা করছে। এরা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী পরিচয় দিয়ে অপকর্ম হালাল করছে।