Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে সোনার বাংলা একাডেমি’র উদ্যোগে প্রবাসী সংবর্ধনা ও অভিবাবক সমাবেশ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের বাংলাবাজারস্থ সোনার বাংলা একাডেমি এন্ড জুনিয়র হাই স্কুল এর উদ্যোগে কুর্শি ইউনিয়নের খনকারীপাড়া গ্রামের চারজন যুক্তরাজ্য প্রবাসীকে সংবর্ধনা প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে একাডেমির হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন একাডেমির প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক সাংবাদিক এম এ বাছিত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল রাজ্জাক, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ছাবির আহমদ চৌধুরী, সংবর্ধিত প্রবাসী কমিউনিটি লিডার শামছুল হুদা চৌধুরী বাচ্চুু, বিশিষ্ট সমাজসেবক মিনাল আহমদ চৌধুরী, জুয়েল আহমদ চৌধুরী ও মোঃ কুহিনুর চৌধুরী। সহকারী শিক্ষক অঞ্জন রায়ের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আবু সিদ্দিক, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সুখেন্দু রায় বাবুল, বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক শামিম আহমদ চৌধুরী, ইনাতগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ আবদু মালিক চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠানে অভিভাবক ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার মানন্নোয়নে সোনার বাংলা একাডেমি এন্ড জুনিয়র হাইস্কুল কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। আয়োজিত সভায় সংবর্ধিত চার প্রবাসীকে সোনার বাংলা একাডেমির পক্ষ থেকে সম্মাননা স্মারক দেয়া হয়। সভায় সংবর্ধিত যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার শামছুল হুদা চৌধুরী বাচ্চুু একাডেমীর হলরুমের সিলিং কাজে সর্বাত্মক সহায়তার ঘোষণা ছাড়াও উপস্থিত অন্যান্য প্রবাসীদের পক্ষ থেকে একাডেমির উন্নয়নে সহায়তার আশ্বাস দেন।