Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে কাউরিয়াকান্দি গ্রামে ধানের খলার দখল নিয়ে সংঘর্ষ ॥ নিহত ১ ॥ আহত অর্ধশতাধিক ॥ গ্রেপ্তার ১০

মখলিছ মিয়া/কাজী মিজানুর রহমান ॥ বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের কাউরিয়াকান্দি গ্রামে ধানের খলা দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে গলায় টেটাবিদ্ধ হয়ে সৈয়দ মিয়া (২৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। সংঘর্ষে বানিয়াচং থানার এসাআই আরিফুর রহমান সহ উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছেন। সংঘর্ষে আহতরা চিকিৎসা নিতে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল আসলে পুলিশ ১০ জনকে গ্রেফতার করে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। নিহত সৈয়দ মিয়া কাউরিয়াকান্দি যাত্রাপাশা গ্রামের নুর মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাউরিয়াকান্দি গ্রামের পশ্চিম হাটি এলাকার জবেদ আলী চৌধুরীর পুত্র শাহীন মিয়া চৌধুরী ও একই গ্রামের আব্দুল হকের পুত্র সমছু মিয়া উভয়ই একটি ধানের খলার মালিকানা দাবী করেন। এ নিয়ে বেশ কিছু দিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিল। বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা বার বার নিষ্পত্তির চেষ্ঠা করেও ব্যার্থ হন।
গতকাল সকাল ৯টার দিকে শাহীন মিয়ার লোকজন ধানের খলায় কাজ করতে গেলে সমছু মিয়ার পক্ষের লোকজন বাধা দেয়। এতে উভয় পক্ষের লোকজন দু’টি স্থানে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষ টেটা, ফিকল ও লাঠিসোটাসহ বিভিন্ন দেশী অস্ত্রে সজ্জিত হয়ে কাওরাকান্দি স্কুলের পাশে এবং গ্রামের পশ্চিমের মাঠে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ও হবিগঞ্জ থেকে অতিরিক্ত দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে শাহীন মিয়ার পক্ষের সৈয়দ মিয়া (২৫) নামে এক যুবক গলায় টেটা বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। গুরুতর আহত মোতালেব (৪৩), মঈন উদ্দিন (৩৫), রেনু মিয়া (৪৫), মানিক মিয়া (২২), আব্দুল হামিদ (৪০), আতাউর রহমান (৩০), উজ্জ্বল মিয়া (২৫), সাজিদুর রহমান (১৫), পুতুল মিয়া (৩০), শাহিন মিয়া (১৮), টেনু মিয়া (২৫), নুরুল ইসলাম (৪০), রহমত আলী (৫০), বশির (২৬), আবুল ফজল (৬০), ছনু মিয়া (৫০), আনিছ (৪০), রুহেল মিয়া (২৫), তাউছ (২০), আব্দুল্লাহ (২৫), আব্দুল হালিম (২৫) ও আব্দুর হাকিম (২৫) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী জানান, ধানের খলার দখল নিয়ে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
এদিকে ঘটনার পরপরই ওই এলাকায় অভিযান চালিয়ে কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে। সংগর্ষে আহতরা হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসলে পুলিশ ১০ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে-কাউরিয়াকান্দি গ্রামের আখল মিয়ার ছেলে বশির মিয়া (৪৫), আব্দুল বারিক এর ছেলে আতাবুর রহমান (৩০), সজিব উল্বার ছেলে আলী আমজদ (২৫), রহমান মিয়ার ছেলে মানিক মিয়া (২০), আব্দুল আহাদ এর ছেলে মিজানুর রহমান (২৫), আব্দুর রেজাক এর ছেলে আব্দুল হাই (৪৫), আঃ শহীদ (৩৫), সাদু মিয়ার ছেলে আঃ সোবান (২৮), আব্দল্লাহ(৩৫) ও আব্দুল হাকিম (৩০)।