Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের খনকারীপাড়া গ্রামাবাসীর প্রতিবাদ সভা ॥ কুর্শি ইউপি চেয়ারম্যান খালেদ নিঃশর্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত অবাঞ্ছিত ঘোষনা বহাল

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জের খনকারীপাড়া গ্রামবাসীর সাথে  সৌজন্যমূলক আচরণ ও কুর্শি ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ তার আজ্ঞাবহ লোকজনের মাধ্যমে সভা আহবান করে খনকারীপাড়া গ্রামবাসীকে বয়কট সংক্রান্ত সংবাদের প্রতিবাদে খনকারীপাড়া গ্রামবাসীর উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় খনকারীপাড়া গ্রামের লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজসেবেক সামছুল হুদা চৌধুরী বাচ্চু এর সভাপতিত্বে ও নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গফুর চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের  মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরুব্বী খলিলুর রহমান দুদু, হাজী আব্দুল কাদির, নবীগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল আহমেদ চৌধুরী রিপন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মুকিত চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল, শাহ্ শামীম আহমেদ, খোকন চৌধুরী, হেলাল আহমদ চৌধুরী, ছুরুক মিয়া চৌধুরী, প্রবাসী নেতা জুয়েল আহমেদ চৌধুরী, মিনাল আহমেদ চৌধুরী, কুহিনুর চৌধুরী, জুয়েল আহমেদ, শহিদুর রহমান চৌধুরী, আবু ইউছুপ, শাহিন আহমেদ, শাহ সুমন আলম, আবু তাহের, দবির উদ্দিন চৌধুরী, সুজন মিয়া, নজির মিয়া সহ গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তাগণ খনকারীপাড়া গ্রামবাসীসহ ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদের অশোভন ও অসৌজন্যমূলক আচরণের বিস্তারিত কার্যকলাপ তুলে ধরেন। খনকারীপাড়া গ্রামবাসী তার প্রতিবাদ করায় ইউপি চেয়ারম্যান খালেদ তার নিজস্ব লোকজন দিয়ে সভা আহবান করে খনকারীপাড়া গ্রামবাসীকে কটাক্ষ করে বিভিন্ন পত্রিকায় সংবাদ পরিবেশন করে খনকারীপাড়া গ্রামবাসীকে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। বক্তারা বলেন, চেয়ারম্যান খালেদ নিজের অপকর্ম আড়াল করতে খনকারীপাড়া গ্রামবাসীকে কটাক্ষ করে একের পর এক অপপ্রচারে লিপ্ত রয়েছেন। সভায় বক্তাগন চেয়ারম্যান খালেদ ও তার লোকজন কর্তৃক খরকারীপাড়া গ্রামবাসীকে নিয়ে কটুক্তিমূলক বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। সভায় সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান খালেদ খনকারীপাড়া গ্রামবাসীর নিকট নিঃশর্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত অবাঞ্ছিত ঘোষনার পূর্ব সিদ্ধান্ত বহাল রাখা হয়।