Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আলমপুর তাফসীর মাহফিলে আল্লামা ওলীপুরী ॥ আখেরাতের মঙ্গল পেতে হলে লোভ লালসা ত্যাগ করতে হবে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরতলীর আলমপুর গ্রামের স্কুল মাঠে গত ১৯ এপ্রিল এক বিশাল তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং মাওলানা আশিকুর রহমানের পরিচালনায় উক্ত তাফসীর মাহফিলে প্রধান ছিলেন আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী। বক্তব্য রাখেন মাওলানা সিরাজুল ইসলাম মীরপুরী, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি হবিগঞ্জ জেলা শাখার সেক্রেটারী মাওলানা মোঃ আনোয়ার আলী, মুফতী বশির আহমদ প্রমুখ। এছাড়া  উপস্থিত ছিলেন গোবিন্দপুরের বিশিষ্ট মুরব্বী হাফেজ মাওলানা আব্দুর রহমান, মাওলানা নোমান আহমদ, গোবিন্দপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহবুবুর রহমান, আলমপুর জামে মসজিদের খতিব মাওলানা সিদ্দিকুর রহমান, মৌলভী শিব্বির আহমদ ইয়াকুত সহ গ্রামের বিশিষ্ঠ মুরব্বী ও সুধী সমাজ। আল্লামা ওলীপুরী তার বক্তৃতায় বলেন আখেরাতের মঙ্গল পেতে হলে দুনিয়ার লোভ লালসা ত্যাগ করতে হবে। মালের মহব্বত ত্যাগ করতে হবে। আল্লাহকে রাজী খুশি করার জন্য আমল করতে হবে। তিনি বলেন, মানসম্মানের লোভে পড়ে, অর্থের লোভে পড়ে ও নারীর লোভে পড়ে এই ৩ কারণে মানুষ পথভ্রষ্ট হয়। এই তিন দলের উপরই আল্লাহর লা‘নত পড়ে। আমাদের দেশে যতদিন পর্যন্ত শরীয়তের বিধান কায়েম হবেনা ততদিন পর্যন্ত এদেশে শান্তির আশা করা যায়না।