Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ ৩ দিন পর বিদ্যুতের মুখ

নবীঞ্জ প্রতিনিধি ॥ গত শনিবার সন্ধ্যায় ও রবিবার ভোরে নবীগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে গত ৩ দিন অন্ধকারে ছিল নবীগঞ্জউপজেলাবাসী। ঝড়ের পর থেকে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে নানা দুর্ভোগে পড়েন ব্যবসায়ীসহ সাধারন জনগন। গতকাল সোমবার রাত ১০ টার দিকে বিদ্যুৎ চলে আসায় জন জীবনে স্ব¯ি- ফিরে আসে।
নবীগঞ্জ পল্লী বিদ্যুতের জোনাল অফিস সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় ও রবিবার ভোরে কালবৈশাখী ঝড়ে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে ১০ বৈদ্যুতিক কুঠি ভেঙ্গে পড়ে। তাই মেরামত করতে এত সময় লেগেছে।  শনিবার সন্ধ্যা থেকেই নবীগঞ্জ পৌর এলাকা সহ ৩৫৪ টি গ্রামে বিদ্যুৎ  সরবরাহ বিচ্ছিন্ন খাকার ফলে এক ভুতরেন্ধকার পরিবেশের সৃষ্টি হয়।
এতে ব্যাপক ভোগাšি- পোহাতে হয়েছে সংবাদকর্মী, ছাত্র-ছাত্রী, ব্যাবসায়ীসহ সাধারণ মানুষকে। স্কুল কলেজ
পড়-য়া ছাত্র-ছাত্রীদের লেখা পড়ায়ও মারাত্বক বিঘœ ঘটছে। গত ৩ দিন বিদ্যুত না থাকায় বিশেষ করে চরম বিপাকে পড়েছিল চলতি বছরের এইচএসসি ও চলামান ডিগ্রী পরীার্থীরা। বিদ্যুতের কারণে তারা টিক মত লেখাপড়া করতে পারেনি।  প্রচন্ড গরমে যেখানে মানুষ রীতিমতো হিমশিম খাচ্ছে সেখানে ৩ দিন বিদ্যুত বিহিন।